Mamata Banerjee: অবরোধ করবেন না, পয়গম্বর বিতর্কে থানায় অভিযোগ জানাতে পরামর্শ মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: তিনি বলেন, ''এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসাথে থাকি। বিজেপির দুজন নেতা, তাদের নাম বলতে ঘৃণা বোধ করি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। আমি আগেই টুইট করে বলেছি, এদের গ্রেফতার করা উচিত।''
#কলকাতা: পয়গম্বর বিতর্কে অবশেষে বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি টুইট করে বিজেপির নূপুর শর্মা এবং নবীন জিন্দালের গ্রেফতারির দাবিও তুলেছেন। একাধিক টুইটে তিনি লেখেন, আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। এরপর সাংবাদিক বৈঠকেও তিনি বলেন, ''কিছু রাস্তা অবরোধ হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। সকাল ১০ টা থেকে কেউ কেউ অবরোধ করে রেখেছেন। প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।'' প্রসঙ্গত, এই ইস্যুতে এদিন রাজ্যের নানা প্রান্তে পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর ওই আবেদন।
তিনি বলেন, ''এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসাথে থাকি। বিজেপির দুজন নেতা, তাদের নাম বলতে ঘৃণা বোধ করি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। আমি আগেই টুইট করে বলেছি, এদের গ্রেফতার করা উচিত। সকাল থেকে হাওড়ার কিছু জায়গায় অবরোধ করে রেখেছে। পুলিশকে আমি হাত দিতে বারণ করেছি। আমি নিজে গ্রেফতার করার দাবি করেছি। আমি নিজে দুঃখিত। কোনো ধর্ম সম্পর্কে কারোর কোনো কটু কথা বলার সাহস নেই।''
advertisement
এরপরই হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''যাদের মনে হচ্ছে, তারা দিল্লিতে গিয়ে অবরোধ করুন। বাংলা যেখানে শান্তির জায়গা সেখানে কেন এইরকম করবেন? আমার খারাপ লাগছে। আমি সকাল থেকে নবান্নে বসে আছি। দেখছি আমি হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি হাতজোড় করে অনুরোধ করব সব সম্প্রদায়কে। রাস্তা অবরোধ করবেন না। যাদের মনে হবে কিছু করা উচিত, থানায় থানায় অভিযোগ করুন।''
advertisement
advertisement
এদিন সকালে এই প্রসঙ্গে ট্যুইটারেও মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ''আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।''
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর মন্তব্যকে পরে টুইটে সমর্থন জানান দিল্লি বিজেপির প্রধান নবীন জিন্দাল। এরপরই পশ্চিম এশিয়ার বহু ইসলামিক রাষ্ট্র ক্ষোভে ফেটে পড়েন। একাধিক দেশ ভারতীয় দূতাবাস কর্মীদের ডেকে কার্যত ভর্ৎসনা করে। বেশকিছু দেশ আবার ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 5:31 PM IST