জেল থেকে তুলে জোকায়, সকালে স্বাস্থ্যপরীক্ষা 'কালীঘাটের কাকু'র! কী ভাবে কাটবে রাত?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার, ডিএসপি ও অন্য অফিসার প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যায়। আনা হবে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।
কলকাতা: মঙ্গলবার রাত সাড়ে ৯টা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার, ডিএসপি ও অন্য অফিসার প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যায়। আনা হয় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। জানা গিয়েছে, ইএসআই জোকায় নিয়ে যাওয়া হবে সুজয়কে। ওখানেই সারা রাত কাটবে। সকালে মেডিক্যাল টেস্ট হবে। কেন্দ্রীয় বাহিনী রাতে হাসপাতালে পাহারা দিয়ে রাখবে।
আদালতের নির্দেশে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পেয়েছে সিবিআই। শনিবার পর্যন্ত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন। মঙ্গলবার আদালতের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে জেলে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা।
আরও পড়ুন- বেডরুমে স্বামীর দেহ! রান্নাঘরে স্ত্রীর…! তালাবন্ধ বাড়ি, কী ভাবে খুন দম্পতি? ভাতারে ভয়ঙ্কর কাণ্ড!
জামিনের সুযোগ হারিয়েছিলেন আগেই। এবার গ্রেফতার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে সিবিআই। সংশোধনাগার থেকেই তাকে শ্যোন অ্যারেস্ট সিবিআই-এর। আজ, মঙ্গলবার আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন কালীঘাটের কাকু। গ্রেফতারের পর জামিনের আবেদন করেছেন সুজয়ের আইনজীবী। অন্যদিকে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল সিবিআই। মামলায় শুনানি চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘১৭ বছর সবে আমার, ও যা করেছিল…’ যন্ত্রণায় মুষড়ে পড়ে কী বলেন সলমনের প্রাক্তন প্রেমিকা
এর আগে আদালত বার বার সুজয়কৃষ্ণকে সশরীরে হাজির করানোর কথা বলেছে। যদিও অসুস্থতার কারণে তাঁকে হাজির করানো যায়নি। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিনি অসুস্থ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অন্য হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে তাদের। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হতে পারে। মঙ্গলবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে সুজয়কৃষ্ণের মামলার শুনানি ছিল। তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল শুনানিতে। তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন করেন।
advertisement
যদিও সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে তাঁকে নিজেদের হেফাজতে চায়। সেই আবেদন মেনে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সুজয়কৃষ্ণকে সিবিআই হেফাজতে পাঠিয়েছে বিচার ভবন। বিচারকের নির্দেশ, সুজয়কৃষ্ণকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ভর্তি করানোর পরে সেখানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। প্রতি দিন অন্তত এক ঘণ্টার জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন তিনি। তবে সিবিআই যখন জেরা করবে, তখন আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। এর আগে আদালত জানিয়েছিল, সশরীতে হাজির করানো না-গেলে সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়া যাবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 10:09 PM IST