ঝড় তুলেছে সিবিআই, ৭ জায়গায় পরপর হানা! তালিকায় TMC বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলররা

Last Updated:

Chit Fund Scam: জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআই-এর একাধিক টিম হানা দেয় বিভিন্ন জায়গায়। রাজু সাহানিকে গ্রেফতারির পর তাঁর একটি থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মেলে।

সিবিআই হানা
সিবিআই হানা
#কলকাতা: কলকাতা সহ জেলায় জেলায় মোট সাত জায়গায় হানা দিয়েছে সিবিআই। হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারের ঘটনায় রাজু ঘনিষ্ঠ বিভিন্ন জায়গায় কাঁচরাপাড়া, হালিশহরে সিবিআই হানা। এমনকি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, তাঁর হালিশহরের বাড়িতেও সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এখানেই থেমে থাকেনি সিবিআই। বীজপুরের তৃণমূল বিধায়ক বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের মঙ্গলদীপের বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও চলছে তল্লাশি। কমল অধিকারী তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই।
জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআই-এর একাধিক টিম হানা দেয় বিভিন্ন জায়গায়। রাজু সাহানিকে গ্রেফতারির পর তাঁর একটি থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মেলে। সিবিআই সূত্রে খবর, জেরায় রাজু জানিয়েছে, তাঁর থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে সুবোধ অধিকারীও। সেই সূত্রেই তাঁর বাড়িতে হানা বলে মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে, কাঁচরাপাড়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতেও সিবিআই হানা হয়েছে। কলকাতাতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, সুবোধ অধিকারীর পৈতৃক বাড়ি জেঠিয়ায় এবং রাজু সাহানির আত্মীয়দের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। হালিশহর কাঁচরাপাড়া মিলিয়ে মোট সাত জায়গায় চলছে তল্লাশি। এছাড়াও রাজু ঘনিষ্ঠ আরও তিন জায়গাতে সিবিআই তল্লাশি চালাচ্ছে।
advertisement
এদিকে, সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই অভিযান নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ''সিবিআই সিবিআই-এর কাজ করছে আমরা আমাদের কাজ করব। সিবিআই এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি। এখানে ওখানে রেড করছে, একে তাকে অ্যারেস্ট করছে। প্রমাণ হবে কে দোষী আর কে নির্দোষ। আমরা তো বলছি কেন্দ্রীয় সরকার বিজেপি সিবিআই, ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। বিরোধীদের দাবিয়ে দিতে এটা করছে বিজেপি। সুবোধ অধিকারী তো কম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হচ্ছে ইডি-র কাছে। এই সব করে কিছু হবে না। যে দোষ করেছে, সে শাস্তি পাবে, যে দোষ করেনি, সে মুক্তি পাবে। মানুষ আমাদের সঙ্গে থাকবে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড় তুলেছে সিবিআই, ৭ জায়গায় পরপর হানা! তালিকায় TMC বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলররা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement