Kolkata High Court | CBI: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডেও এবার FIR দায়ের করল সিবিআই! তদন্তে গতি আনতে জেলে গিয়ে জেরা
- Published by:Satabdi Adhikary
- Written by:Amit Sarkar
Last Updated:
পরবর্তী কালে ইডি দাবি করে পুরসভা নিয়োগেও দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। বিষয়টি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় ইডির তরফে। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত করবে।
কলকাতা: কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ হতেই পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপরতা সিবিআইয়ের। শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলকে এবার পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে জেরা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের দাবি, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়ন শীলকে জেরার করার অনুমতি পেয়েছে সিবিআই।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুর নিয়োগ দুর্নীতিতে এফআইআর করেছে সিবিআই। তাতে অয়ন শীল ও তার সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে অয়নের বয়ান নিতে চাইছে সিবিআই। এই মর্মে আলিপুর বিশেষ সিবিআই আদালতে অয়নকে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। সূত্রের খবর, যে কোনও দিন বেলা ১২ টা থেকে বিকেল চারটের মধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অয়নের বয়ান রেকর্ড করবে সিবিআই।
advertisement
আরও পড়ুন: বিজেপির হাত ছেড়ে কংগ্রেসে এসেই বাজিমাত! কানুগোলুই কি ভারতীয় রাজনীতির নতুন ‘পিকে’?
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের একাধিক নথির সাথেই উদ্ধার হয় রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি। উদ্ধার হয় পুর নিয়োগের ওএমআর শিট।
advertisement
advertisement
ইডির জিজ্ঞাসাবাদে উঠে আসে রাজ্যের ৬০টির বেশি পুরসভার একাধিক পদে নিয়োগের বরাত পেয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। আর তাতেই অযোগ্যদের মধ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রির তথ্য উঠে আসে।
পরবর্তী কালে ইডি দাবি করে পুরসভা নিয়োগেও দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। বিষয়টি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় ইডির তরফে। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত করবে।
advertisement
আরও পড়ুন: ‘ক্ষমতাধারী নয়! আম জনতাই ঠিক করে, ক্ষমতা কার হাতে যাবে’, সপাট মন্তব্য অধীরের
যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। যা পরে ফিরে আসে কলকাতা হাইকোর্টে। যেখানে রাজ্যের আবেদন খারিজ করে দেয় আদালত। অর্থাৎ, সিবিআই তদন্তে বাধা নেই। এই পরিস্থিতিতে সিবিআই অয়ন শীলের বয়ান রেকর্ড করতে চাইছে।
advertisement
কারণ, ইডির দাবি ছিল কামারহাটি, টিটাগড়, দমদম, টাকি সহ কুড়িটির বেশি পুরসভায় নিয়োগে ব্যপক দুর্নীতি হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই সিবিআই অয়নকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যাবে। অন্যদিকে, সিবিআই এফআইআরের ভিত্তিতে ইডিও ইসিআইআর করে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 5:03 PM IST