#কলকাতা: নারদকাণ্ডে এবার নাম জড়াল ব্যবসায়ীদের। স্টিং অপারেশনের পুরো-ফুটেজ খতিয়ে দেখে, ন'জন ব্যবসায়ীর নাম পেল সিবিআই। টাকার বিনিময়ে নেতা-মন্ত্রীরা যাঁদের সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। নামের তালিকা তৈরি করে দিল্লি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে পরিবার-সহ খুনের আশঙ্কায় কেরল পুলিশে অভিযোগ দায়ের করেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল।
স্টিং ভিডিওয় দেখা গিয়েছে নেতা-মন্ত্রীদের ছবি। তাঁদের কথোপকথন থেকে উঠে এসেছে আরও বেশ কয়েকটি নাম। নারদ-তদন্তে সেই নামগুলিই এবার সিবিআই নজরে। তদন্তে নেমে ইতিমধ্যেই স্টিং অপারেশনের ৭ ঘণ্টা ৮ মিনিটের গোটা ফুটেজ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর,
নজরে ৯ ব্যবসায়ী
- স্টিং অপারেশনের পুরো ফুটেজ থেকে উঠে এসেছে ৯ জন ব্যবসায়ীর নাম। যাঁদের অনেকেই আইটি, রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। নেতা-মন্ত্রীদের কথোপকথন থেকেই ব্যবসায়ীদের নাম পেয়েছেন তদন্তকারীরা। টাকার বিনিময়ে নেতা-মন্ত্রীরা ওই ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ
ইতিমধ্যেই ব্যবসায়ীদের নামের তালিকা দিল্লিতে পাঠিয়েছে সিবিআই। প্রয়োজনে তাঁদের বয়ানও রেকর্ড করবেন তদন্তকারীরা। এর পাশাপাশি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের খুনের আশঙ্কার অভিযোগটিও খতিয় দেখছে সিবিআই। ম্যাথুর দাবি,
- দিল্লিতে তাঁর স্ত্রী-সন্তানদের ফলো করা হচ্ছে
- কেরলেও তাঁকে ফলো করছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি
- নারদ তদন্তের জন্যই তাঁকে খুনের চক্রান্ত চলছে বলে অভিযোগ ম্যাথুর
অনুসরণ করার একই অভিযোগ নারদ নিউজে ম্যাথুর সহযোগী অ্যাঞ্জেল আব্রাহামের।
বুধবার কেরল পুলিশের ডিজিকে ই-মেল করে প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেন ম্যাথু। দিল্লির দ্বারকা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী অ্যানি স্যামুয়েল।