পার্থদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ায় আইনি জটিলতা, অনুমতি মেলেনি সরকারের!

Last Updated:

Ssc Scam: আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই-এর দাবি ২ সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আসেনি অনুমতি।

পার্থদের বিরুদ্ধে চার্জশিট ঘিরে জটিলতা
পার্থদের বিরুদ্ধে চার্জশিট ঘিরে জটিলতা
#কলকাতা: এসএসসি গ্রুপ সি মামলার চার্জশিট জমা দেওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। এই চার্জশিটে নাম থাকা ১৬ জনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ ৬ জনের নাম রয়েছে, যারা বিভিন্ন সরকারি পদে ছিলেন। ১৯ নম্বর দুর্নীতিদমন আইন অনুযায়ী, সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনও মামলায় চার্জশিট জমা দিতে হলে সরকারের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে অনুমতি ছাড়াই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সেক্ষেত্রে আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই-এর দাবি ২ সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আসেনি অনুমতি।
advertisement
প্রসঙ্গত, সিবিআই-এর চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি-র প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও এসএসসি-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের।
advertisement
নিয়ম অনুযায়ী, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি।
advertisement
তাই সরকারের অনুমতি ছাড়াই সরকারি পদে থাকা ওই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। যদিও অনেকে মনে করছেন, এই চার্জশিট গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধা পড়তে পারে। দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতেই হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্থদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ায় আইনি জটিলতা, অনুমতি মেলেনি সরকারের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement