Kolkata Metro: রাতের মেট্রোয় ধুন্ধুমার! মহিলা যাত্রীর গায়ে হাত দিতেই নামিয়ে প্রহার, জুতোপেটা... কুঁদঘাটে সাংঘাতিক কাণ্ড

Last Updated:

সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রোয় ফিরছিলেন নিত্যযাত্রীরা। তখনই এক ব্যক্তি মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। বচসা শুরু হয়।

কলকাতা মেট্রোয় ধুন্ধুমার! মহিলা যাত্রীর গায়ে হাত দিতেই নামিয়ে প্রহার, জুতোপেটা...
কলকাতা মেট্রোয় ধুন্ধুমার! মহিলা যাত্রীর গায়ে হাত দিতেই নামিয়ে প্রহার, জুতোপেটা...
কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই কলকাতা মেট্রোয় ধুন্ধুমার কাণ্ড। সূত্রের খবর সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় আচমকা এক অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযোগ, এক ব্যক্তি ভিড়ের মধ্যেই মহিলা যাত্রীর গায়ে হাত দেন। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়।কুঁদঘাট স্টেশনে অভিযুক্ত নেমে পড়তেই  তাঁকে পাকড়াও করে মারধর শুরু হয়।
সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রোয় ফিরছিলেন নিত্যযাত্রীরা। তখনই এক ব্যক্তি মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। বচসা শুরু হয়। একজন প্রতিবাদ করতেই বাকিরাও প্রতিবাদ করে। পালানোর পরিকল্পনা করলেও যাত্রীরা অভিযুক্তকে ধরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরপিএফ কর্মীরা। উত্তেজিত যাত্রীরা অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেন।
advertisement
advertisement
যাত্রীদের একাংশ এও অভিযোগ করেছেন, ওই ব্যক্তি তাঁদের চেনা। অতীতেও এমন কিছু কাজ তিনি করেছেন। তখনও এমনই প্রতিবাদ হয়েছিল। সে সময়েও মহিলা যাত্রীদের হাতে মার খান। যদিও সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। কলকাতা মেট্রোকে নিরাপদ বলেই মনে করা হয়। অনেক রাতেও বহু যাত্রী ফেরেন। ভিড়ে গমগম করে মেট্রো। তার মধ্যেই যদি এরকম অবস্থা হয়, তাহলে ফাঁকা মেট্রোয় কী হবে এই প্রশ্নও তুলছেন অনেকে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: রাতের মেট্রোয় ধুন্ধুমার! মহিলা যাত্রীর গায়ে হাত দিতেই নামিয়ে প্রহার, জুতোপেটা... কুঁদঘাটে সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement