Kolkata Metro: রাতের মেট্রোয় ধুন্ধুমার! মহিলা যাত্রীর গায়ে হাত দিতেই নামিয়ে প্রহার, জুতোপেটা... কুঁদঘাটে সাংঘাতিক কাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রোয় ফিরছিলেন নিত্যযাত্রীরা। তখনই এক ব্যক্তি মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। বচসা শুরু হয়।
কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই কলকাতা মেট্রোয় ধুন্ধুমার কাণ্ড। সূত্রের খবর সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোয় আচমকা এক অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযোগ, এক ব্যক্তি ভিড়ের মধ্যেই মহিলা যাত্রীর গায়ে হাত দেন। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়।কুঁদঘাট স্টেশনে অভিযুক্ত নেমে পড়তেই তাঁকে পাকড়াও করে মারধর শুরু হয়।
সূত্রের খবর, সোমবার রাতে কলকাতা মেট্রোয় ফিরছিলেন নিত্যযাত্রীরা। তখনই এক ব্যক্তি মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। বচসা শুরু হয়। একজন প্রতিবাদ করতেই বাকিরাও প্রতিবাদ করে। পালানোর পরিকল্পনা করলেও যাত্রীরা অভিযুক্তকে ধরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরপিএফ কর্মীরা। উত্তেজিত যাত্রীরা অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেন।
advertisement
advertisement
যাত্রীদের একাংশ এও অভিযোগ করেছেন, ওই ব্যক্তি তাঁদের চেনা। অতীতেও এমন কিছু কাজ তিনি করেছেন। তখনও এমনই প্রতিবাদ হয়েছিল। সে সময়েও মহিলা যাত্রীদের হাতে মার খান। যদিও সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। কলকাতা মেট্রোকে নিরাপদ বলেই মনে করা হয়। অনেক রাতেও বহু যাত্রী ফেরেন। ভিড়ে গমগম করে মেট্রো। তার মধ্যেই যদি এরকম অবস্থা হয়, তাহলে ফাঁকা মেট্রোয় কী হবে এই প্রশ্নও তুলছেন অনেকে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 11:01 PM IST
