KKR vs PBKS: কেকেআরের ৫ বড় চিন্তা! পঞ্জাব কিংসের বিরুদ্ধে যা ভোগাতে পারে নাইটদের!

Last Updated:
KKR vs PBKS IPL 2025: অ্যাওয়ে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সিএসকের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে ৫টি বিষয় চিন্তায় রেখেছে নাইট শিবিরকে।
1/6
বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় আইপিএলের বড় ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সিএসকের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে ৫টি বিষয় চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। (Photo Courtesy- AP)
বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় আইপিএলের বড় ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সিএসকের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও, পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে ৫টি বিষয় চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। (Photo Courtesy- AP)
advertisement
2/6
পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গতবার কেকেআরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। এই দলের প্রায় সবকিছু জানা বর্তমানে পঞ্জাব কিংস অধিনায়কের। এছাড়া ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন শ্রেয়স। ফলে প্রাক্তন নাইটই কেকেআরের বড় সমস্যা হতে পারে পঞ্জাব ম্যাচে।
পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ হল শ্রেয়স আইয়ার। গতবার কেকেআরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। এই দলের প্রায় সবকিছু জানা বর্তমানে পঞ্জাব কিংস অধিনায়কের। এছাড়া ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন শ্রেয়স। ফলে প্রাক্তন নাইটই কেকেআরের বড় সমস্যা হতে পারে পঞ্জাব ম্যাচে।
advertisement
3/6
অজিঙ্কে রাহানের কেকেআরের দ্বিতীয় চিন্তার কারণ হল মুল্লানপুরের মাঠ। এই মাঠ তুলনায় অন্যান্য মাঠের তুলনায় ছোট। ফলে হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনা বেশি। বোলিংয়ে কেকেআরের মূল শক্তি স্পিন অ্যাটাক। সেখানে মাঠ ছোট হলে বরুণ-নারিনদের সমস্যা হতে পারে।
অজিঙ্কে রাহানের কেকেআরের দ্বিতীয় চিন্তার কারণ হল মুল্লানপুরের মাঠ। এই মাঠ তুলনায় অন্যান্য মাঠের তুলনায় ছোট। ফলে হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনা বেশি। বোলিংয়ে কেকেআরের মূল শক্তি স্পিন অ্যাটাক। সেখানে মাঠ ছোট হলে বরুণ-নারিনদের সমস্যা হতে পারে।
advertisement
4/6
এছাড়া কেকেআরে আরও একটি সমস্যা হল মুল্লানপুরের উইকেট অবেক বেশি প্রাণবন্ত। পেসাররা এখানে সাহায্য পেতে পারে। হর্ষিত রানা ও বৈভব অরোরা সেভাবে গতিময় পেসার নয়। অপরদিকে, পঞ্জাব দলে রয়েছে মার্কো জানসেন, লকি ফার্গুসন ও অর্শদীপ সিংয়ের মত টি-২০ স্পেশালিস্ট পেসাররা। যারা সমস্যায় ফেলতে পারে কেকেআর ব্যাটারদের।
এছাড়া কেকেআরে আরও একটি সমস্যা হল মুল্লানপুরের উইকেট অবেক বেশি প্রাণবন্ত। পেসাররা এখানে সাহায্য পেতে পারে। হর্ষিত রানা ও বৈভব অরোরা সেভাবে গতিময় পেসার নয়। অপরদিকে, পঞ্জাব দলে রয়েছে মার্কো জানসেন, লকি ফার্গুসন ও অর্শদীপ সিংয়ের মত টি-২০ স্পেশালিস্ট পেসাররা। যারা সমস্যায় ফেলতে পারে কেকেআর ব্যাটারদের।
advertisement
5/6
কেকেআরের আরও একটি সমস্যা হল ধারাবাহিকতার অভাব। এই মরশুমে এখনও পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি কেকেআর। একটি হার, একটি জিত এইভাবেই চলছে। ফলে পঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করার চ্যালেঞ্জ নাইটদের সামনে।
কেকেআরের আরও একটি সমস্যা হল ধারাবাহিকতার অভাব। এই মরশুমে এখনও পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি কেকেআর। একটি হার, একটি জিত এইভাবেই চলছে। ফলে পঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করার চ্যালেঞ্জ নাইটদের সামনে।
advertisement
6/6
নাইটদের আরও একটি চিন্তার কারণ হল আন্দ্রে রাসেলের অফ ফর্ম। মরশুমে এখনও পর্যন্ত চেনা বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি আন্দ্রে রাসেলকে। যা হতাশ করেছে ফ্যানেদের। দ্রে রাসের ব্যাটে রান দেখার অপেক্ষায় ফ্যানেরা।
নাইটদের আরও একটি চিন্তার কারণ হল আন্দ্রে রাসেলের অফ ফর্ম। মরশুমে এখনও পর্যন্ত চেনা বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি আন্দ্রে রাসেলকে। যা হতাশ করেছে ফ্যানেদের। দ্রে রাসের ব্যাটে রান দেখার অপেক্ষায় ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement