Anis Khan Death Case: আনিস খান মৃত্য রহস্যে সিবিআই? উত্তর মিলবে শীঘ্রই 

Last Updated:

আনিস খান মৃত্যু মামলায় শুনানি শেষ, স্থগিত রাখা হল রায়দান৷

#কলকাতা: আনিস খান মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। "অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে। এর পরেও কি আপনার মনে হয় যে পুলিশি তদন্তের উপরে মানুষ বা পরিবারের আস্থা থাকবে ? " আনিস মামলায় রাজ্যকে প্রশ্ন আদালতের।
বিচারপতি রাজাশেখর মান্থা শুনানি চলাকালীন মন্তব্য করেন,
'ষড়যন্ত্র বা চক্রান্তের তত্ত্ব উঠে আসছে কিনা তা দেখতে হবে। কারণ এখানে মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একটি থানার মামলায় অন্য থানা যাচ্ছে অভিযান চালাতে, সমগ্র প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ। একজন অ্যাডিশনাল পুলিশ সুপারের মেসেজ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেছে অভিযোগ। ফলে, সেটাও মাথায় রাখতে হবে। কোনও পদমর্যাদার পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেটা বড়  কথা নয়। এখানে, অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে, সে তিনি যে পদমর্যাদারই হন না কেন। এর পরেও কি আপনার (রাজ্য)  মনে হয় যে পুলিশি তদন্তের উপরে মানুষ বা পরিবারের আস্থা থাকবে ?
advertisement
advertisement
পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যুক্তি,
'আনিস খানের বাবা সালেম খান পুলিশের কাছে যে অভিযোগ জমা দিয়েছেন সেটা তিনি লেখেননি । কেউ লিখে দিয়েছেন, তিনি সই করেছেন। তাঁকে যখন এই অভিযোগপত্র পড়ে শোনানো হয়, তখন তিনি বলেন যে এই অভিযোগের অনেক অংশ তিনি বলেননি। সাক্ষ্য এবং গোপন জবানবন্দিতেও তিনি এই কথা বলেছেন। সত্য উদঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা  হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের তদন্তকারীদের ওপর অনাস্থার কোনও কারণ নেই।'
advertisement
পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান,
'মহামান্য আদালত রাজ্যকে তদন্ত করার সুযোগ দিয়েছেন। রাজ্য সত্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। তদন্তে কিছুই উঠে আসেনি। কার নির্দেশে এই অভিযান চালানো হয়েছে সেটা স্পষ্ট করে সিট বলতে পারেনি। কার নির্দেশে ওই রাতে পুলিশ আশে পাশের বাড়ির ছাদে উঠে আনিসের বাড়ি ঘিরে ফেলে । কেন ঘেরা হয়েছিল? কোনও উত্তর নেই। মামলাকারিদের প্রতিনিয়ত প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকির মুখে পড়তে হচ্ছে।  গতকাল ভবানীপুরে কি হয়েছে দেখেছেন? পুলিশ কি করতে পেরেছে ? মানুষ পুলিশের উপরে কী করে আস্থা রাখবে?'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Death Case: আনিস খান মৃত্য রহস্যে সিবিআই? উত্তর মিলবে শীঘ্রই 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement