Calcutta High Court praises Duare Ration:দুয়ারে রেশনের উদ্দেশ্য মহৎ, স্থগিতাদেশের আর্জি খারিজ করে ভূয়সী প্রশংসা হাইকোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন থেকেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে৷ কিন্তু প্রকল্প চালুর উপরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কয়েকজন রেশন ডিলার (Calcutta High Court praises Duare Ration)৷
#কলকাতা: প্রকল্প চালুর উপরে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া দূরে থাক৷ বরং রাজ্যের চালু করা দুয়ারে রেশন প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Calcutta High Court praises Duare Ration)৷ বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, করোনা অতিমারির পরিস্থিতির মধ্যে দুয়ারে রেশন প্রকল্পের উদ্দেশ্য মহৎ৷
এ দিন থেকেই রাজ্যে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু হয়েছে৷ কিন্তু প্রকল্প চালুর উপরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিলেন কয়েকজন রেশন ডিলার৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা৷
স্থগিতাদেশের আর্জি খারিজ করে দুয়ারে রেশন প্রকল্পের দরাজ প্রশংসা করেন বিচারপতি সিনহা৷ আদালতের পর্যবেক্ষণ, 'করোনা অতিমারির মধ্যে রাজ্যের দুয়ারে রেশন একটি মহৎ প্রকল্প৷ একটা অদৃশ্য ভাইরাস আমাদের অনেক কিছুর সঙ্গেই মানিয়ে নিতে শিখিয়েছে। প্রাণে বাঁচতেগৃহবন্দি হয়ে থাকতে হয়েছে। কর্মক্ষেত্রের ধারণা বদলেছে। বাড়ি থেকে কাজ করা শিখে চলেছি।
advertisement
advertisement
ভার্চুয়াল মাধ্যমে বাজার করছি। স্বশরীরে দোকানে যাওয়া এড়িয়ে চলেছি।
এই অবস্থায় বাড়ির দরজায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার রাজ্যের প্রকল্প সত্যিই অনবদ্য।'
দুয়ারে রেশনের উপরে স্থগিতাদেশের আর্জি খারিজ করে বিচারপতি সিনহা আরও বলেন, 'সরকারের সব প্রকল্পই সফল হবে এমন নয়। প্রকল্প যখন গ্রাহকেরা গ্রহণ করেছে তখন সেই প্রকল্প সফল হবে না বাদ যাবে তা বলার জন্য সময় দরকার।আইনের কষ্টিপাথরে এখনই প্রকল্পটির মাধ্যমে (দুয়ারে রেশন) অবিচার হচ্ছে, তা বলা যায়না।আদালত তাই এখনই এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করছে না৷'
advertisement
এ দিন আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ দুয়ারে রেশন প্রকল্পের পক্ষে সওয়াল করে তিনি বলেন, 'উপভোক্তাদের সুবিধার্থে এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার৷ ফলে তা তৃতীয় কোনও পক্ষ আটকে দিতে পারে না৷' খাদ্যমন্ত্রী রথীন ঘোষেরও দাবি, 'প্রকল্প চালু হওয়ার আগে আমরা সব রেশন ডিলারদের ডেকে প্রকল্প সম্পর্ক বুঝিয়েছি৷ তার পরেও কয়েকজন ডিলার আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালর জন্য এই কাজ শুরু করেছেন৷' আদালতের থেকে ছাড়পত্র পাওয়ার পরই এ দিনই রাজ্য জুড়ে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়ে যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 15, 2021 6:56 PM IST







