Cossipore BJP Worker Death: কাশীপুরে মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছে আদালত৷ দক্ষিণ চব্বিশ পরগণার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে৷

কাশীপুর কাণ্ডে কম্যান্ড হাসপাতালে নিহতের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷
কাশীপুর কাণ্ডে কম্যান্ড হাসপাতালে নিহতের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷
#কলকাতা: কাশীপুরের নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে৷ এ দিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ময়নাতদন্তের জন্য অর্জুন চৌরাসিয়ার দেহ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ৷ সেখান থেকে মৃতদেহ কম্যান্ড হাসপাতালে পাঠানো হবে৷
নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ময়নাতদন্তের সময় এইমস-এর বিশেষজ্ঞ, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত থাকতে পারবেন৷ গোটা ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছে আদালত৷ দক্ষিণ চব্বিশ পরগণার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে৷
advertisement
advertisement
আরজি কর হাসপাতাল থেকে যাতে অর্জুন চৌরসিয়ার দেহ নির্বিঘ্ন কম্যান্ড হাসপাতালে পৌঁছয়, কলকাতার পুলিশ কমিশনারকে তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ পাশাপাশি নিহতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷ যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত
অর্জুন চৌরাসিয়া নামে ওই বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এ দিন সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায় কাশীপুরে৷ দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে অর্জুন চৌরাসিয়ার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement
কাশীপুরের বাসিন্দা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷ মৃতের পরিবার ও বিজেপি-র অভিযোগ, অর্জুনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ তৃণমূলও পাল্টা দাবি করে, গত পুরভোটে ওই যুবক তাদের হয়ে কাজ করেছেন৷ দু' পক্ষের দাবি পাল্টা দাবি থেকে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় কাশীপুরে৷ অর্জুনের দেহ দীর্ঘক্ষণ আটকে রাখে তাঁর পরিবার৷ পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে৷ ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন অমিত শাহ৷ রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
advertisement
এ সবকিছুর মধ্যেই বিজেপি-র সাহায্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অর্জুনের পরিবার৷ নিহত যুবকের মাকে নিয়ে হাইকোর্টে পৌঁছে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ পরিবারের তরফেই দেহ সংরক্ষণ করে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের দিয়ে কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের আবেদন জানানো হয়৷ রাজ্যের তরফে বিচারবিভাগীয় নজরদারিতে ময়নাতদন্তে সম্মতি জানানো হয়৷ ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফির কথাও জানান রাজ্যের আইনজীবী৷
advertisement
আদালত স্পষ্ট করে দেয়, এই মুহূর্তে শুধু ময়নাতদন্তের বিষয়টি নিয়ে ভাবছে তারা৷ এর পরেই দু' পক্ষের সওয়াল জবাব শুনে কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cossipore BJP Worker Death: কাশীপুরে মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত হবে কম্যান্ড হাসপাতালে, নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement