BJP Worker Death: বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কলকাতায় নেমেই অর্জুন চৌরাসিয়ার বাড়ি যাচ্ছেন অমিত শাহ

Last Updated:

BJP Worker Death: বিমানবন্দর থেকে সরাসরি অমিত শাহ যাচ্ছেন নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য স্বাগত সমারোহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়েছে।

নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ
নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন শাহ
#কলকাতা: রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হামলা প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণও শানিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে কাশীপুরে (Kashipur) বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha) এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে, তাঁর ঘরে খুঁজেপেতেও কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। আর পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে, বিমানবন্দর থেকে সরাসরি অমিত শাহ যাচ্ছেন নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য স্বাগত সমারোহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়েছে।
পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিত্‍পুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার ওই নেতাকে। পরিবার ও স্থানীয়দের দাবি, পরিকল্পনা করেF হত্যা করা হয়েছে অর্জুনকে।
শুক্রবারই তাঁর অমিত শাহকে অভ্যর্থনা জানাতে পৌঁছনোর কথা ছিল। কাশীপুরে দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ল পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। কিছুতেই অর্জুনের দেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
শুক্রবার সকালে টালা ব্রিজ সংলগ্ন রেল কলোনিতে একটি পুরনো রেল কোয়ার্টারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিৎপুর থানায়। ঘটনাস্থলে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা তথা উত্তর কলকাতার সভাপতি কল্যাণ চৌবে। বিক্ষোভ সামলানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকালই বেতন পেয়ে ঘরে ফেরেন অর্জুন। পরে বাইরে বের হন। কিন্তু, গভীর রাত পর্যন্ত ফেরেননি। বার বার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। এরপর আজ দেহ উদ্ধার হয়। এই পরিস্থিতিতে ঘটনায় সিআইডি তদন্তের দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Worker Death: বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কলকাতায় নেমেই অর্জুন চৌরাসিয়ার বাড়ি যাচ্ছেন অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement