KMC Elections 2021: পুরভোটে সব বুথ, স্ট্রংরুমে সিসিটিভি-র নজরদারি, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

Last Updated:

কলকাতা পুরসভা নির্বাচনে মোট ৪৮৪২টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে৷ এ ছাড়াও ৩৬৫টি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র থাকার কথা (KMC Elections 2021)৷

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
#কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Elections 2021) সব বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এ দিন রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ সমস্ত বুথের পাশাপাশি স্ট্রং রুমেও থাকবে সিসিটিভি-র নজরদারি৷
সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছিল, মোট ২৫ থেকে ৩০ শতাংশ বুথে ভিডিওগ্রাফি ও সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা৷ যদিও এ দিন হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, আদালত চাইলে প্রয়োজনে সব বুথেই সিসিটিভি লাগাতে তৈরি কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তে তাদেরও কোনও আপত্তি নেই বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷
advertisement
advertisement
কলকাতা পুরসভা নির্বাচনে মোট ৪৮৪২টি ভোট গ্রহণ কেন্দ্র থাকবে৷ এ ছাড়াও ৩৬৫টি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র থাকার কথা৷ কমিশনের অবস্থান জেনে সব ভোট গ্রহণ কেন্দ্রে, স্ট্রং রুমে সিসিটিভি আওতায় আনতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
advertisement
বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদত্ত মাজি সমস্ত বুথে সিসিটিভি নজরদারির আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন৷ মামলাকারী বিজেপি নেতার যুক্তি ছিল, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে৷ এই পরিস্থিতিতে নিরাপদে ভোট গ্রহণের জন্য সব বুথে সিসিটিভি থাকা প্রয়োজন৷
মামলাকারীর আইনজীবী শুভব্রত চৌধুরী জানিয়েছেন, 'আদালত আমাদের আবেদন মেনে নিয়েই সব বুথে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে৷ সেই রেকর্ডিং থাকবে কমিশনের কাছে৷ যদি দেখা যায় ভোটের সময় কোনও অশান্তি হয়, তাহলে এই সিসিটিভি ফুটেজগুলি প্রমাণ হিসেবে নিয়ে এসে আমরা আদালতে দেখাতে পারব৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: পুরভোটে সব বুথ, স্ট্রংরুমে সিসিটিভি-র নজরদারি, কমিশনকে নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement