One Crore Cash Recovered From Park Street: পুরভোটের আগে শহরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, পার্ক স্ট্রিটে নগদ এক কোটি সমেত ধৃত ব্যক্তি

Last Updated:

কী উদ্দেশ্যে, কাকে দেওয়ার জন্য ওই ব্যক্তি এত টাকা নিয়ে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ (Huge Cash Recovered From Park Street)৷

মৌমাছি পালন করে আয় করুন বিপুল টাকা৷ প্রতীকী ছবি৷
মৌমাছি পালন করে আয় করুন বিপুল টাকা৷ প্রতীকী ছবি৷
#কলকাতা: পুরভোটের ঠিক এক সপ্তাহ আগে কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (One Crore Cash Recovered From Park Street)৷ এ দিন পার্ক স্ট্রিট থেকে এক কোটি টাকা সমেত গ্রেফতার করা হয়েছে এক যুবককে৷ ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ এক কোটি টাকা৷
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম প্রীতম পাল (২৭)৷ সে মহেশতলার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, কেন এই বিপুল পরিমাণ টাকা নিয়ে সে যাচ্ছিল, তা যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্ত৷
আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভা নির্বাচন (KMC Elections 2021)৷ তার আগে এ দিন পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সামনে থেকে ওই ব্যক্তিকে নগদ এক কোটি টাকা সমেত গ্রেফতার করে এসটিএফ৷ ধৃতকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে৷
advertisement
advertisement
কী উদ্দেশ্যে, কাকে দেওয়ার জন্য ওই ব্যক্তি এত টাকা নিয়ে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পুরভোটে ব্যবহারের জন্যই এই অর্থ আনা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
পুরসভা নির্বাচনের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে কলকাতা পুলিশ৷ ভোটে যাতে হিসেব বহির্ভূত টাকার ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে থানাগুলিকেও৷ গোপন সূত্রে খবর পেয়েই এ দিন পার্ক স্ট্রিটের ওই এলাকায় আগেভাগে নজরদারি চালাচ্ছিল পুলিশ৷
সন্দেহভাজন ওই ব্যক্তি সেখানে আসতেই তল্লাশি করে তার কাছ থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার করা হয়৷ ধৃতকে আজই আদালতে পেশ করা হবে৷ ধৃতের কাছে অধিকাংশ ২০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে৷ ৫০০ টাকার নোট মিলেছে কুড়িটি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
One Crore Cash Recovered From Park Street: পুরভোটের আগে শহরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, পার্ক স্ট্রিটে নগদ এক কোটি সমেত ধৃত ব্যক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement