হোম /খবর /কলকাতা /
‘কর্মসূচি' নয় 'ধর্মসূচি' আছে ওদের, পুর প্রচারে বিজেপিকে কটাক্ষ নচিকেতার

Kolkata Civic Polls: ‘কর্মসূচি' নয় 'ধর্মসূচি' আছে ওদের, পুর প্রচারে বিজেপিকে কটাক্ষ নচিকেতার

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

Nachiketa Chakraborty Campaigning for TMC: শীঘ্রই মদন মিত্রের সঙ্গে অ্যালবাম রিলিজ হতে চলেছে নচিকেতার। 

  • Last Updated :
  • Share this:

কলকাতা: পুর প্রচারের শেষ লগ্নে কলকাতায় প্রচারে নচিকেতা (Nachiketa Chakraborty)।  প্রচারে নেমে লাগাতার আক্রমণ শানালেন বিজেপি'কে। তাঁর কথায় আগামী দশ বছরেও কলকাতায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি (Kolkata Civic Polls)।

বিগত দিনেও একাধিকবার তৃণমূলের হয়ে পথে প্রচারে দেখা গিয়েছে গায়ককে। যে ওয়ার্ডে শিল্পীর নামে কফি শপ আছে সেখানেই প্রচার সারলেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের হয়ে প্রচার সেরেছেন তিনি। নচিকেতা অবশ্য বলছেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাই তৃণমূলের হয়েই প্রচার করব। আর বাপ্পা! ওর সাথে আমার দীর্ঘদিন ধরে দারুণ সম্পর্ক। আমরা পরস্পরকে সম্মান করি, ভালোবাসি। ওর হয়ে প্রচারে নেমেছি। কারণ এই ওয়ার্ডে যে ভালো কাজগুলি হয়েছে তা এককথায় অসাধারণ।’’

আরও পড়ুন-আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়, এক ধাক্কায় অনেকটাই নামল পারদ !

বিরোধীদের কটাক্ষের জবাবে তাঁর বক্তব্য, ‘‘আমার কাছে অনেকগুলো পুরনো ছবি আছে। চাইলে সেই ছবি দেখিয়ে দেব। তাহলেই বুঝে যাবেন কলকাতা কী ছিল আর কলকাতা কী হয়েছে।’’ প্রচারে এসে অবশ্য বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি শিল্পী। তিনি বলছেন, ‘‘ওদের আসলে কোনও কর্মসূচি নেই। ওদের শুধুই ধর্মসূচি আছে। ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। যাঁরা আমার গান শোনেন, ভালোবাসেন তাঁরা কখনওই ধর্মের নামে বিভাজিত হবেন না। আমার এই বিশ্বাস মানুষের ওপর আছে।’’

আরও পড়ুন-ক্লাস চলাকালীন শিক্ষকের মাথায় আবর্জনা ঢালল ছাত্ররা ! ভাইরাল ভিডিও দেখে কড়া নিন্দা নেটিজেনদের

তবে শুধু বিজেপিকে নয়, প্রচারে বেরিয়ে বামেদের কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। শিল্পী বলছেন, ওটা এখন সিনিয়র সিটিজেনদের দল। অন্যদিকে মদন মিত্র-নচিকেতা চক্রবর্তীর তরফে নতুন গান আসছে। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রচারের লক্ষ্যে আসতে চলেছে নয়া অ্যালবাম। যেখানে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও ভাষ্যপাঠ করেছেন মদন মিত্র। দু’জনের সখ্যতা দীর্ঘদিন ধরেই আছে ৷ সেই পরিচয় সূত্র ধরেই আসতে চলেছে এই গান। শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে এই গান শোনা যাবে। মদন মিত্র জানিয়েছেন, ‘‘গাইছে নচি, বলছে মদন মিত্র’’। শীঘ্রই এই গান প্রকাশিত হবে।

আবীর ঘোষাল

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Kolkata Municipal Corporation Elections 2021, Nachiketa Chakraborty, TMC