CalCutta High Court: ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি! শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Last Updated:

Calcutta High Court: মামলায় শর্তাসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা: ২৯ নভেম্বর ধর্মতলায় সভা কার নিয়ে হাইকোর্টের আশার আলো দেখল বিজেপি। পুলিশের পক্ষ থেকে প্রথমে এই সভার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় শর্তাসাপেক্ষে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিজেপিকে সভা করার অনুমতি দেন। তিনি নির্দেশ দেন, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিতে হবে পুলিশকে। তবে শর্ত কী হবে তা ঠিক করা হবে পরবর্তী শুনানি। আগামী ২২ নভেম্বর দুপুর ৩টে এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২০১৪ সালে যেখানে সভা করে বিজেপি। এবার সিআর এভিনিউ ও বেন্টিংক স্ট্রিট সংযোগস্থলে সভা করতে চায় বিজেপি।
advertisement
advertisement
গেরুয়া শিবিরের অভিযোগ, ১৮ অক্টোবর সভার অনুমতি চাইলেও ১৯ অক্টোবর বাতিল করে কলকাতা পুলিশ। ফের চলতি মাসের ৬ তারিখ আবেদন করা হয়। কিন্তু ফের তা বাতিল করা হয়। হাতে করে আবেদনপত্রে পাঠালেও তা বাতিল করা হয়।
advertisement
পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, ‘সিস্টেম জেনারেটেড ই-মেইল সিস্টেম থেকে বাতিলের প্রত্যুত্তর গেছে।’ তা শুনে বিচারপতি প্রশ্ন করেন, “২৪ ঘন্টার মধ্যে যুগ্ম কমিশনারের দফতরের থেকে কীভাবে সভা বাতিলের প্রত্যুত্তর?”
বিচারপতি আরও বলেন,  ‘আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারে। সবার সমানাধিকার থাকা উচিত। প্রসঙ্গত, বিজেপির এই সভায় উপস্থিত থাকার সম্ভাবনা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহেরও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
CalCutta High Court: ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি! শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement