India vs Australia: সিরাজের চোখে জল, টুপি দিয়ে মুখ ঢাকলেন বিরাট, ফাইনাল হারের পর বিধ্বস্ত টিম ইন্ডিয়া
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Siraj in Tears, Rohit's Head Down, Kohli Hides His Face: কান্নায় ভেঙে পড়েন সিরাজ ৷ নিজের টুপি দিয়ে মুখ ঢাকতে দেখা যায় কোহলিকে ৷ রোহিতের চোখও তখন ছলছল ৷ অজি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁরা করমর্দন করছিলেন ঠিকই ৷ কিন্তু ফাইনালে হারের দুঃখ চোখে মুখে চেপে রাখতে পারছিলেন না বিরাটরা ৷
আহমেদাবাদ: ১২ বছর পর ফের দেশের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন মেন ইন ব্লু’রা ৷ কিন্তু ২০১১-র ওয়াংখেড়ের স্মৃতি ফিরল না আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হল ভারতের তৃতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ৷ গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে গিয়ে মুখ থুবড়ে পড়লেন রোহিতরা ৷ হতাশ গ্যালারি, হতাশ গোটা দেশ ৷ ম্যাচ শেষে হতাশায় মুখ ঢাকছিলেন রোহিত, বিরাটরাও ৷ কান্নায় ভেঙে পড়েন সিরাজ ৷ নিজের টুপি দিয়ে মুখ ঢাকতে দেখা যায় কোহলিকে ৷ রোহিতের চোখও তখন ছলছল ৷ অজি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁরা করমর্দন করছিলেন ঠিকই ৷ কিন্তু ফাইনালে হারের দুঃখ চোখে মুখে চেপে রাখতে পারছিলেন না বিরাটরা ৷
Virat Kohli had an All-time great World Cup, scoring 765 runs including fifty in the final & hundred in Semis.
– He did everything but sadly the Trophy is still far away, hopefully in 2027. 🤞 pic.twitter.com/buxseOROwQ
— Johns. (@CricCrazyJohns) November 19, 2023
advertisement
advertisement
Behind Virat Kohli till infinity and beyond pic.twitter.com/nikcoQsE0K
— Kevin (@imkevin149) November 19, 2023
ফাইনাল হারের পর ডাগআউটের দিকে নিজের শরীরটাকে কোনও মতে টেনে নিয়ে যাচ্ছিলেন রোহিত। এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি তাঁকে। চোখের কোণে স্পষ্ট চিকচিক করছিল জল। ১৪০ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। টানা দশ ম্যাচ জিতে ঠিক ফাইনালে গিয়েও হেরে গেল ভারতীয় দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Ahmadabad,Ahmadabad,Gujarat
First Published :
November 20, 2023 8:18 AM IST