kharagpur iit: খড়গপুর আইআইটি-র ছাত্র মৃত্যুতে বড় নির্দেশ হাই কোর্টের, আরও ঘনীভূত রহস্য

Last Updated:

kharagpur iit: হাই কোর্ট এদিন আরও নির্দেশ দিয়েছে, মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে।

আরও ঘনীভূত রহস্য
আরও ঘনীভূত রহস্য
#কলকাতা: খড়গপুর আইআইটি-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কেস ডায়রি পেশ করতে হবে খড়গপুর টাউন থানার ওসিকে।
তদন্ত ঠিক মতো চলছে কিনা, দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিযুক্ত করবেন পুলিশ সুপার। আগামী বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকতে হবে তদন্তকারী অফিসার এবং সুপার কতৃর্ক নিযুক্ত উচ্চ পদস্থ আধিকারিককে। অবিলম্বে ভিসেরা পরীক্ষার জন্য পাঠাতে হবে।
advertisement
advertisement
হাই কোর্ট এদিন আরও নির্দেশ দিয়েছে, মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনীয় সবার সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নিতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র‍্যাগিং (Ragging) আটকানোর সব পরিকাঠামো খড়গপুর আইআইটিতে আছে কিনা, খতিয়ে দেখবে পুলিশ। হোস্টেলে সিসিটিভি আছে কিনা দেখবে পুলিশ। এক্ষেত্রে সবরকম সাহায্য করতে হবে খড়গপুর আইআইটিকে।
advertisement
খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় পড়ে রাজ্যে। বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের রহস্য মৃত্যু ঘটে। সিআইডি বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। খুনের অভিযোগ করেন পরিবারের সকলে। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন উল্লিখিত নির্দেশগুলি দিয়েছে কলকাতা হাই কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
kharagpur iit: খড়গপুর আইআইটি-র ছাত্র মৃত্যুতে বড় নির্দেশ হাই কোর্টের, আরও ঘনীভূত রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement