Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?

Last Updated:

Calcutta High court: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট।

‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?  File image
‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট? File image
বীরভূম: বীরভূমের মল্লারপুরে মা ও মেয়েকে খুনের ঘটনায় অভিযুক্ত সুনীল দাস ওরফে হরিচরণ দাস ওরফে ‘সাধুবাবা’-র সাজা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। ট্রায়াল কোর্টের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট।
২০২০ সালের ১৭ মে মল্লারপুরের বাড়ি থেকে উদ্ধার হয় খাদ্য দফতরের কর্মী এবং তাঁর ১৭ বছরের মেয়ের মৃতদেহ। মেয়ের শরীরে পুরনো পোড়ার দাগ সারানোর নাম করে অভিযুক্ত সুনীল দাস প্রায় ১.৬১ লক্ষ টাকা নেন। যজ্ঞ করার নাম করে সুনীল। কাজুবাদাম বাটায় ঘুমের ওষুধ মিশিয়ে মা-মেয়েকে খাইয়ে অচেতন করে দেন। এরপর প্রথমে মেয়েকে ধর্ষণের চেষ্টা এবং পরে মা-মেয়েকে খুন করা হয়।
advertisement
advertisement
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ- খুনের ধারা আইপিসি ৩০২ অনুযায়ী, ডাক্তারি রিপোর্টে প্রমাণিত, মা-মেয়ের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও মুখ বেঁধে রাখার কারণে। তাই খুনের অভিযোগ প্রমাণিত। ধারা ২০১ অনুযায়ী, ঘটনার প্রমাণ নষ্ট করার চেষ্টাও ধরা পড়েছে।
advertisement
কিন্তু ধারা ৩৭৬ অনুযায়ী, পোস্টমর্টেম রিপোর্টে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এই অভিযোগ খারিজ। ট্রায়াল কোর্ট মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। কিন্তু হাইকোর্ট রায়ে জানায়, যদিও অপরাধ জঘন্য, এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তাই মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
advertisement
হাইকোর্টের চূড়ান্ত রায়ে ধর্ষণের অভিযোগ খারিজ হলেও খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড কমিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High court: ‘মৃত্যুদণ্ড বাতিল’, মল্লারপুরে মা-মেয়েকে খুনে অভিযুক্ত ‘সাধুবাবাকে’ কী সাজা দিল হাইকোর্ট?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement