হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর, কোলাঘাট থানার FIR মামলায় বাড়ল রক্ষাকবচের সময়সীমা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: কোলাঘাটে বিরোধী দলনেতার অফিসে পুলিশ অভিযান মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। কোলাঘাট থানার করা স্বতঃপ্রণোদিত এফআইআর-এর পরিপ্রেক্ষিতে কোনও প্রক্রিয়া করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল আদালত।
কলকাতা: কোলাঘাটে বিরোধী দলনেতার অফিসে পুলিশ অভিযান মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। কোলাঘাট থানার করা স্বতঃপ্রণোদিত এফআইআর-এর পরিপ্রেক্ষিতে কোনও প্রক্রিয়া করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিল আদালত।
২২ মে ২০২৪-এ করা FIR এর উপর কোনও প্রক্রিয়া হবে না জানিয়ে দিয়েছে আদালত। ৩১ জানুয়ারি পর্যন্ত FIR মুখ বন্ধ করল হাইকোর্ট। মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ ৮ জানুয়ারি ফের হবে মামলার শুনানি।
advertisement
advertisement
এই নির্দেশের ফলে আরও দুই মাসের বেশি স্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আপাতত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না।
advertisement
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালিয়েছিল। স্বতঃপ্রণোদিত এফআইআর করা হয় কোলাঘাট থানার তরফে। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করা হয়।
আজ ফের কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয়েছিল। তাতেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনও এফআইআর সংক্রান্ত পদক্ষেপ করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আগামী ৮ জানুয়ারি ফের হবে মামলার শুনানি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 2:40 PM IST

