RG Kar Case in Calcutta High Court: আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, বিচারপতির তিন প্রশ্নের মুখে সিবিআই! কেস ডায়ের তলব হাইকোর্টের

Last Updated:

সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আরজি কর মামলায় নতুন করে তদন্তের আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার৷ সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সেই মামলারই শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে৷

কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শুরু৷
কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি শুরু৷
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই৷ আরজি কর হাসপাতালের ওই ঘটনা ধর্ষণ না কি গণধর্ষণ ছিল, সিবিআই-এর কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ মামলার কেস ডায়েরিও তলব করেছে আদালত৷
সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আরজি কর মামলায় নতুন করে তদন্তের আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার৷ সুপ্রিম কোর্টের অনুমতির পর আজ সেই মামলারই শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে৷ নির্যাতিতার পরিবারের আইনজীবী শামিম আহমেদ এবং সুদীপ্ত মৈত্র সওয়াল করতে গিয়ে বলেন, ‘সিসিটিভি ফুটেজ নেই, তদন্তে অনেক ফাঁকও রয়েছে৷’ সিবিআই-এর পরবর্তী তদন্তে আদালত যাতে নজরদারি চালায়, সেই আর্জিও জানানো হয় নির্যাতিতার পরিবারের তরফে৷ তদন্ত সঠিক না হলে পুনরায় তদন্তের নির্দেশ যাতে আদালত দেয়, সেই আর্জিও জানানো হয়৷
advertisement
advertisement
শুনানি শুরু হতেই সিবিআই-এর আইনজীবীকে মূলত তিনটি প্রশ্ন করেন বিচারপতি ঘোষ৷ তিনি জানতে চান, আরজি করে তরুণী চিকিৎসককে নির্যাতনের ঘটনা ধর্ষণ না কি গণধর্ষণ ছিল৷ মূল অভিযুক্ত একজন না কি একাধিক ব্যক্তি ছিলেন, সেই প্রশ্নও করেন বিচারপতি৷ মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর সিবিআই তদন্ত আর কতটা এগিয়েছে, তার সর্বশেষ অগ্রগতি কী সেই প্রশ্নেরও উত্তর চান বিচারপতি ঘোষ৷ ভারতীয় ন্যায় সংহিতার ৭০ নম্বর ধারা অনুযায়ী তদন্ত হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছে কলকাতা হাইকোর্ট৷ এই প্রশ্নগুলি করার পাশাপাশি মামলার কেস ডায়েরিও তলব করেছে আদালত৷
advertisement
রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকারের আপত্তি নেই৷ অন্যান্য মামলায় সিবিআই সক্রিয় হলেও আরজি কর মামলায় তদন্তের গতি ধীর কেন, সেই প্রশ্নও তোলেন কল্যাণ৷ তিনি আরও বলেন, ‘সিবিআইকে ১৫ দিনের সময়সীমা দিয়ে তদন্ত গোটাতে নির্দেশ জারি করুক আদালত। প্রায় ১ বছর তদন্ত করছে সিবিআই, কী পেল তারা? রাজ্যের মানুষ জানতে চায়, দেশ জানতে চায়।’
advertisement
সিবিআই-এর পক্ষ থেকে এ দিন আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার৷ তিনি জানান, শুক্রবার আদালতে কেস ডায়েরি পেশ করবে সিবিআই৷ শুক্রবারই বিকেল সাড়ে তিনটের সময় ফের শুনানির জন্য মামলাটি উঠবে হাইকোর্টে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case in Calcutta High Court: আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, বিচারপতির তিন প্রশ্নের মুখে সিবিআই! কেস ডায়ের তলব হাইকোর্টের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement