হোম /খবর /কলকাতা /
ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও কালীপুজোর মণ্ডপে বিধিনিষেধ, নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals: ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও কালীপুজোর মণ্ডপে বিধিনিষেধ, নির্দেশ দিল হাইকোর্ট

কালী পুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট৷

কালী পুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট৷

দুর্গাপুজোর সময় শর্তসাপেক্ষে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বলা হয়েছিল, করোনার ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে (Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনার টিকার দু'টি ডোজ নেওয়া থাকলেও কালী পুজোয় মণ্ডপে অবাধে প্রবেশের অনুমতি মিলবে না (Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals)৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোর জন্যও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

প্রসঙ্গত দুর্গাপুজোর সময় শর্তসাপেক্ষে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বলা হয়েছিল, করোনার ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে৷

আরও পড়ুন: হাইকোর্টে বহাল সুপ্রিম কোর্টের নির্দেশ, বাংলার বাজিপ্রেমীদের জন্য বড় সুখবর

কালী পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ৷ ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় ভিড় আটকাতে সবরকম জরুরি ব্যবস্থা করতে হবে৷ তাই শারীরিক দূরত্ব বজায় থাকে, তা নিশ্চিত করে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীই মণ্ডপে প্রবেশ করতে পারবেন৷

বড় মণ্ডপের ক্ষেত্রে ৬০ জন এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে ৪৫ জন দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবেন বলে এ দিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে হাইকোর্ট৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Calcutta High Court, Diwali 2021, Kali Puja