Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals: ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও কালীপুজোর মণ্ডপে বিধিনিষেধ, নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

দুর্গাপুজোর সময় শর্তসাপেক্ষে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বলা হয়েছিল, করোনার ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে (Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals)৷

কালী পুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট৷
কালী পুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট৷
#কলকাতা: করোনার টিকার দু'টি ডোজ নেওয়া থাকলেও কালী পুজোয় মণ্ডপে অবাধে প্রবেশের অনুমতি মিলবে না (Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals)৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজোর জন্যও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
প্রসঙ্গত দুর্গাপুজোর সময় শর্তসাপেক্ষে মণ্ডপে প্রবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বলা হয়েছিল, করোনার ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করা যাবে৷
advertisement
কালী পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করার জন্য হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ৷ ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় ভিড় আটকাতে সবরকম জরুরি ব্যবস্থা করতে হবে৷ তাই শারীরিক দূরত্ব বজায় থাকে, তা নিশ্চিত করে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীই মণ্ডপে প্রবেশ করতে পারবেন৷
advertisement
বড় মণ্ডপের ক্ষেত্রে ৬০ জন এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে ৪৫ জন দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবেন বলে এ দিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে হাইকোর্ট৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court Bans Entry in Kali Puja Pandals: ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও কালীপুজোর মণ্ডপে বিধিনিষেধ, নির্দেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement