২০ শতাংশ স্কুল ফি মকুব, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি বেসরকারি স্কুলগুলির

Last Updated:

মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের বেসরকারি স্কুলের ক্ষেত্রে টিউশন ফি-এর ক্ষেত্রে কুড়ি শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । সেই সঙ্গে মঙ্গলবারের ডিভিশন বেঞ্চের নির্দেশে ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে তাতে non-academic ফি নিতে বারণ করা হয়েছে স্কুল গুলিকে ।

#কলকাতা: করোনা পরিস্থিতিতে অবশেষে অভিভাবকদের স্বস্তি দিয়ে বেসরকারি স্কুলের পড়ুয়াদের ফি-তে বড় ছাড়ের ঘোষণা গতকাল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের বেসরকারি স্কুলের ক্ষেত্রে টিউশন ফি-এর ক্ষেত্রে কুড়ি শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । সেই সঙ্গে মঙ্গলবারের ডিভিশন বেঞ্চের নির্দেশে ১ এপ্রিল ২০২০  থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে তাতে non-academic ফি নিতে বারণ করা হয়েছে স্কুল গুলিকে ।
এবার মঙ্গলবারের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করলো কলকাতা ও শহরতলীর বেশ কিছু বেসরকারি স্কুল। সূত্রের খবর, কোন কোন বেসরকারি স্কুল একক ভাবে আবার কোনও কোনও বেসরকারি স্কুল সংঘবদ্ধভাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে  মামলা করবে বলেই জানা গিয়েছে।
advertisement
এ প্রসঙ্গে সেন্ট্রাল মডার্ন স্কুলের প্রিন্সিপাল নবারুণ দে বলেন " ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে তাতে আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ১১টি শুনানির পর এই রায় দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করব।" যদিও স্কুলগুলির সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি অবশ্য অভিভাবক মঞ্চের সদস্যরা। ইউনাইটেড গার্জেন ফোরামের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য বলেন " এটা অমানবিকতার পরিচয় যে স্কুলগুলি সুপ্রিম কোর্টে যাচ্ছে। ওরা হাইকোর্ট নিযুক্ত যে কমিটির কাছে আয় ব্যয়ের রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট ছিল ভুলে ভরা। ওরা বারবারই বলে আসছিল যে স্কুলগুলি কোন লাভ ক্ষতির জায়গা নয়। তাহলে আয়-ব্যয়ের দেওয়া রিপোর্টে এত অসঙ্গতি কেন থাকবে?"
advertisement
advertisement
উল্লেখ্য, লকডাউনের মধ্যেই রাজ্যের বেসরকারি স্কুল গুলি নিয়ে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল লা মার্টিনিয়ার বয়েজ সহ ৬টি স্কুল। যদিও সেই মামলা সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টেই। স্কুল গুলির ফি বৃদ্ধি সঠিকভাবে করা হয়েছে কিনা তা দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। ১৭  অগাস্ট সে ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর ১৮ তারিখ চূড়ান্ত নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে স্কুল গুলিকে ৩১  অগাস্টের মধ্যে তাদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব জমার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৯ ও ২০২০ সালের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে যাবতীয় আয়-ব্যয়ের হিসাব দেওয়ার কথা ছিল বেসরকারি স্কুল গুলির।
advertisement
ফি কমানোর দাবি নিয়ে লকডাউনের পর থেকেই কার্যত অভিভাবকরা আন্দোলন শুরু করেছিল । শহর কলকাতার একাধিক বেসরকারি স্কুলের পাশাপাশি বিভিন্ন জেলাতে ও বেসরকারি স্কুলগুলোতে অভিভাবকদেরও বিক্ষোভ পথ অবরোধ কর্মসূচি চলে। শুধু তাই নয় স্কুলের ফি দিতে না পারলে অনলাইন ক্লাস থেকে বাদ দেওয়া হবে এরকম নির্দেশ জারি করে কলকাতার কয়েকটি বেসরকারি স্কুল। তবে শুধু নির্দেশ নয়, কলকাতার বেশ কয়েকটি বেসরকারি স্কুল অনলাইন ক্লাস থেকে ফি না দিতে পারার জন্য ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে দিয়েছিল । টানা তিন থেকে চার মাস অভিভাবকরা এই দাবিতে আন্দোলন চালিয়ে ছিল বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চে রায় অভিভাবকদের কাছে কিছুটা স্বস্তি দিলেও এবার সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি অন্তত অভিভাবকদের কাছে কিছুটা অস্বস্তি বাড়িয়ে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বুধবার দফায় দফায় বিভিন্ন বেসরকারি স্কুল আইনজীবিদের মতামত নেওয়ার পাশাপাশি অনেক স্কুল এবার সংঘবদ্ধভাবে সুপ্রিম কোর্টে যেতে চাইছে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে পুজোর আগেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করবে বলেও সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
advertisement
 সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০ শতাংশ স্কুল ফি মকুব, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি বেসরকারি স্কুলগুলির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement