DA controversy in Bengal: ডিএ-র দাবিতে অনশনে উদ্বেগ, সরকার- আন্দোলনকারীদের আলোচনা চান রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Last Updated:

রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার সন্ধ্যাবেলায় টুইট করে আন্দোলনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনশন তুলে নেওয়ার অনুরোধও জানান টুইটের মাধ্যমে রাজ্যপাল।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
কলকাতা: লাগাতার চার সপ্তাহ ধরে ডি এ ইস্যুতে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। কর্মবিরতি এবং শুক্রবার ধর্মঘট পালন করেছেন সরকারি দফতরে দিয়ে ডি এ ইস্যু নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
এবার ধর্মঘটের পরের দিনই অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলায় টুইট করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনশনরত আন্দোলনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।পাশাপাশি সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধও জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার সন্ধ্যাবেলায় টুইট করে।
advertisement
advertisement
তিনি এ দিন ট্যুইট করে বলেন, "রাজ্যপাল গভীরভাবে উদ্বিগ্ন কর্মচারীদের অনশন আন্দোলন নিয়ে যা চতুর্থ সপ্তাহে পড়েছে৷ এই সমস্যার সমাধান জটিল কিন্তু সব সময় সেখানে সমাধান সূত্র থাকে। আমাদের ভাইদের জীবন গুরুত্বপূর্ণ। রাজ্যপাল অনুরধ করছে যাঁরা অনশন করছেন তাঁরা এই আন্দোলন শেষ করুন এবং অনুরোধ করছি সব পক্ষকে আলোচনায় বসে একটি সঠিক সমাধান সূত্র বের করতে।"
advertisement
advertisement
advertisement
শুক্রবার ডি এ ইস্যুতে সরকারি দফতরে ধর্মঘটের দিয়েছিলেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। যদিও ধর্মঘট নিয়ে সরকারের পক্ষে দাবি করা হয়েছে, শুক্রবার সরকারি কর্মীদের হাজিরা ছিল ৯০ শতাংশেরও বেশি। অন্যদিকে শুক্রবার ধর্মঘটের দিন কারা কারা অনুপস্থিত তা নিয়ে নবান্নের পক্ষ থেকে বিভিন্ন দফতরে অনুপস্থিত কর্মচারীদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি স্কুল শিক্ষা দফতর ও অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকাও তৈরি করেছে।
advertisement
অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও দাবি করেছেন, তাঁদের ধর্মঘট সফল হয়েছে। শুক্রবার ধর্মঘট করার পাশাপাশি গত ২০ ও ২১ ফেব্রুয়ারি তারা সরকারি দফতরে কর্মবিরতিরও ডাক দিয়েছিল। দীর্ঘ আন্দোলনের পর এই প্রথম ডিএ ইস্যু নিয়ে বিবৃতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রসঙ্গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে বৈঠক করেছিলেন। প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় দু' জনের মধ্যে। আর এবার শুক্রবার সরকারি কর্মচারীদের একাংশsর ধর্মঘট পালনের পর পরই শনিবার রাজ্যপালের এই ট্যুইটকে  যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA controversy in Bengal: ডিএ-র দাবিতে অনশনে উদ্বেগ, সরকার- আন্দোলনকারীদের আলোচনা চান রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement