Shantanu Banerjee: বাবার মৃত্যুতে সরকারি চাকরি, সপ্তাহে একবার অফিসে মুখ দেখাতেন শান্তনু

Last Updated:

শুধু জেলা পরিষদের কর্মাধক্ষই নন, শান্তনু রাজ্য বিদ্যুৎ নিগমে সরকারি চাকরিও করতেন।

তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়৷
সৈকত বিশ্বাস, বলাগড়: গতকালই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলির জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ, স্কুলে চাকরি পেতে কোন প্রার্থীর থেকে কত টাকা নেওয়া হবে, তা ঠিক করতেন তিনিই। আর গ্রেফতারির পর থেকেই সামনে আসতে শুরু করেছে শান্তনুর একের পর এক কীর্তি। তার মধ্যে রয়েছে শান্তনুর বিপুল সম্পত্তিও।
শুধু জেলা পরিষদের কর্মাধক্ষই নন, শান্তনু রাজ্য বিদ্যুৎ নিগমে সরকারি চাকরিও করতেন। বাবার মৃত্যুর পর এই চাকরি পেয়েছিলেন শান্তনু৷ বলাগড়ে রাজ্য বিদ্যুৎ নিগমের অফিসেই চাকরি করতেন তিনি৷ তবে তৃণমূলে পদ পাওয়ার পর প্রভাব বাড়তেই অফিস যাওয়া কার্যত বন্ধ করে দেন তিনি৷ শান্তনুর সহকর্মীরাই জানাচ্ছেন, সপ্তাহে একবার অফিস যেতেন তৃণমূলের এই যুবনেতা৷ সঙ্গে থাকত কনভয় এবং নিরাপত্তাকর্মীরা৷ অফিসে গিয়ে খাতায় সই করেই ফিরে আসতেন শান্তনু৷
advertisement
advertisement
তৃণমূল নেতার প্রভাব এবং দাপটের কথা জেনে এর প্রতিবাদ করতে পারেননি কেউই৷ দিনের পর দিন শান্তনু এমন অনিয়ম চালিয়ে গেলেও কেন বিদ্যুৎ পক্ষ থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও উঠছে৷
advertisement
মাত্র কয়েক বছর আগেও শান্তনু হুগলির জিরাটে একটি টিনের দোকানে মোবাইল সারানোর কাজ করতেন বলে জানাচ্ছেন স্থানীয়রা৷ কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর এবং দলে তাঁর প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে শান্তনুর জীবনযাপন৷ একের পর এক সম্পত্তির মালিক হয়ে যান শান্তনু৷ হুগলির বলাগড়ে একটি বিলাসবহুল ধাবা এবং হুক্কা বার রয়েছে তাঁর৷
advertisement
বলাগড়ে গঙ্গার ধারে একটি রিসর্টের মালিকও শান্তনু৷ বলাগড়ে আরও একটি অতিথিশালা রয়েছে এই তৃণমূল যুবনেতার৷ বলাগড়েই একটি বিলাসবহুল বাড়িও রয়েছে শান্তনুর৷ চন্দনগরের একটি নামী আবাসনে শান্তনুর ১৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটেরও খোঁজ মিলেছে৷ স্কুলে চাকরি বিক্রির টাকাতেই শান্তনু এই বিপুল সম্পত্তি করেছেন কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে৷
advertisement
গ্রেফতারির পর এ দিনই শান্তনুকে আদালতে পেশ করে ইডি৷ আদালতে ঢোকার সময় অবশ্য শান্তনু দাবি করেছেন, তিনি নির্দোষ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantanu Banerjee: বাবার মৃত্যুতে সরকারি চাকরি, সপ্তাহে একবার অফিসে মুখ দেখাতেন শান্তনু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement