Buddhadeb Bhattacharya Demise: 'মীরাদি, সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা...', বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে মর্মাহত মমতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Buddhadeb Bhattacharya: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণ নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে এক বড় অঘটন। দীর্ঘদিন অসুস্থই ছিলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে। কিন্তু শেষ রক্ষা হল না।
কলকাতা: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণ নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে এক বড় অঘটন। দীর্ঘদিন অসুস্থই ছিলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী। ছিলেন পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে। কিন্তু শেষ রক্ষা হল না। ৮০ বছর বয়সে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। গত কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বুদ্ধবাবু। এদিন সকাল থেকে শ্বাসকষ্ট বেড়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা তাঁর শোকবার্তায় লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি বেশ কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি অত্যন্ত দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
advertisement
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
advertisement
advertisement
বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশাপাশি সিপিআইএম দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের প্রতিও তাঁর শোকবার্তায় আন্তরিক সমবেদনা জানিয়েছেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 11:46 AM IST