Buddha Air: ছ’বছর পরে কলকাতা-কাঠমান্ডু উড়ান চালু করছে বুদ্ধ এয়ার! ভাড়া কত?

Last Updated:

সাম্প্রতিক সময়ে 'এয়ার ইন্ডিয়া'র তরফে কলকাতা থেকে কাঠমান্ডু বিমান পরিষেবা আর চালিয়ে যাওয়া হবে না। এই অবস্থায় 'বুদ্ধ এয়ার' তাদের পরিষেবা ফের চালু করবে। এক ঘণ্টা ২০ মিনিটে কাঠমান্ডু যাওয়া যাবে। ভাড়া পড়বে প্রায় ১২-১৪ হাজার টাকা। সপ্তাহে চার দিন এই পরিষেবা চালাতে পারে।

News18
News18
কলকাতা: দীর্ঘ ছ’বছর পরে ফের চালু হচ্ছে কলকাতা-কাঠমান্ডু বিমান পরিষেবা। বিমান চালাবে বুদ্ধ এয়ার। ২০১৯ সালে তারা তাদের কলকাতা পরিষেবা বন্ধ করে দেয়। সূত্রের খবর, বাণিজ্যিক প্রতিযোগিতায় তারা পেরে উঠছিল না এয়ার ইন্ডিয়ার সঙ্গে। সংস্থাটির বিপণন বিভাগের ডিরেক্টর রূপেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই দুই শহরের মধ্যে বাণিজ্যিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করবেন তাঁরা।
সাম্প্রতিক সময়ে ‘এয়ার ইন্ডিয়া’র তরফে কলকাতা থেকে কাঠমান্ডু বিমান পরিষেবা আর চালিয়ে যাওয়া হবে না। এই অবস্থায় ‘বুদ্ধ এয়ার’ তাদের পরিষেবা ফের চালু করবে। এক ঘণ্টা ২০ মিনিটে কাঠমান্ডু যাওয়া যাবে। ভাড়া পড়বে প্রায় ১২-১৪ হাজার টাকা। সপ্তাহে চার দিন এই পরিষেবা চালাতে পারে।
advertisement
advertisement
ছ’বছর পর ফের এই পথে উড়ান চালু করতে চায় ‘বুদ্ধ এয়ার’। শুধু তা-ই নয়, গুয়াহাটি, লখনউয়ের মতো শহরেও উড়ান পরিষেবা চালু করতে চায়। প্রসঙ্গত, ২০১৯ সালে ‘বুদ্ধ এয়ারের’ তিনটি বিমান কাঠমান্ডু থেকে কলকাতা এবং কলকাতা থেকে কাঠমান্ডু পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু ন’মাস পরিষেবা দেওয়ার পর হঠাৎই কলকাতা-কাঠমান্ডু পথে উড়ান চলাচল বন্ধ করে দেয় সংস্থাটি।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddha Air: ছ’বছর পরে কলকাতা-কাঠমান্ডু উড়ান চালু করছে বুদ্ধ এয়ার! ভাড়া কত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement