Buddha Air: ছ’বছর পরে কলকাতা-কাঠমান্ডু উড়ান চালু করছে বুদ্ধ এয়ার! ভাড়া কত?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সাম্প্রতিক সময়ে 'এয়ার ইন্ডিয়া'র তরফে কলকাতা থেকে কাঠমান্ডু বিমান পরিষেবা আর চালিয়ে যাওয়া হবে না। এই অবস্থায় 'বুদ্ধ এয়ার' তাদের পরিষেবা ফের চালু করবে। এক ঘণ্টা ২০ মিনিটে কাঠমান্ডু যাওয়া যাবে। ভাড়া পড়বে প্রায় ১২-১৪ হাজার টাকা। সপ্তাহে চার দিন এই পরিষেবা চালাতে পারে।
কলকাতা: দীর্ঘ ছ’বছর পরে ফের চালু হচ্ছে কলকাতা-কাঠমান্ডু বিমান পরিষেবা। বিমান চালাবে বুদ্ধ এয়ার। ২০১৯ সালে তারা তাদের কলকাতা পরিষেবা বন্ধ করে দেয়। সূত্রের খবর, বাণিজ্যিক প্রতিযোগিতায় তারা পেরে উঠছিল না এয়ার ইন্ডিয়ার সঙ্গে। সংস্থাটির বিপণন বিভাগের ডিরেক্টর রূপেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই দুই শহরের মধ্যে বাণিজ্যিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করবেন তাঁরা।
সাম্প্রতিক সময়ে ‘এয়ার ইন্ডিয়া’র তরফে কলকাতা থেকে কাঠমান্ডু বিমান পরিষেবা আর চালিয়ে যাওয়া হবে না। এই অবস্থায় ‘বুদ্ধ এয়ার’ তাদের পরিষেবা ফের চালু করবে। এক ঘণ্টা ২০ মিনিটে কাঠমান্ডু যাওয়া যাবে। ভাড়া পড়বে প্রায় ১২-১৪ হাজার টাকা। সপ্তাহে চার দিন এই পরিষেবা চালাতে পারে।
advertisement
advertisement
ছ’বছর পর ফের এই পথে উড়ান চালু করতে চায় ‘বুদ্ধ এয়ার’। শুধু তা-ই নয়, গুয়াহাটি, লখনউয়ের মতো শহরেও উড়ান পরিষেবা চালু করতে চায়। প্রসঙ্গত, ২০১৯ সালে ‘বুদ্ধ এয়ারের’ তিনটি বিমান কাঠমান্ডু থেকে কলকাতা এবং কলকাতা থেকে কাঠমান্ডু পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু ন’মাস পরিষেবা দেওয়ার পর হঠাৎই কলকাতা-কাঠমান্ডু পথে উড়ান চলাচল বন্ধ করে দেয় সংস্থাটি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2025 9:40 PM IST








