Brigade Rally: বামেদের ব্রিগেড সমাবেশে নজিরবিহীন দৃশ্য, এমন ঘটনা আগে কখনও ঘটেনি!
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Brigade Rally: কেন হঠাৎ জাতীয় পতাকা নিয়ে ব্রিগেড সমাবেশে? লাল সৈনিকরা বলছেন, ধর্ম যার যার দেশ সবার।
কলকাতা: বামেদের ব্রিগেড। যুবদের ব্রিগেড। সেই মিছিলে পতপত করে উড়ছে দেশের জাতীয় পতাকা। যা নজিরবিহীন। কিছুদিন আগেই স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। আর আজ ব্রিগেডমুখী মিছিলে উড়ছে জাতীয় পতাকা।
কেন হঠাৎ জাতীয় পতাকা নিয়ে ব্রিগেড সমাবেশে? লাল সৈনিকরা বলছেন, ধর্ম যার যার দেশ সবার। এই বার্তা দিতেই জাতীয় পতাকা হাতে ব্রিগেডমুখী হয়েছে মিছিল।
advertisement
পার হয়ে গেছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪ ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায় ও তাঁর সহযোদ্ধারা।
advertisement
গতকাল রাত থেকেই ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, ১ লাখ জনের সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। তবে, যদিও বিভিন্ন জেলা ও শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে, কীরকম ভিড় হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রিগেডে যথেষ্টই ভিড় হয়েছে।
advertisement
ব্রিগেডে ‘ইনসাফ সভা’ করা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল কিছুদিন ধরেই৷ অবশেষে গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, তাঁরা এই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন৷ সমাবেশ শেষে গোটা সমাবেশের মোট খরচের পরিমাণও সর্বসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন মীনাক্ষী৷ তাঁর কথায়, ‘‘রাজ্যে যখন নিয়োগ থেকেশুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তখন রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকে আমরা এই তালিকা প্রকাশ করব৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2024 2:15 PM IST







