#BreakingNews: কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Last Updated:
#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন ৷ প্রথমে মেডিকেল কলেজ চত্বরের ওষুধের দোকানে আগুন লাগে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন ৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছে হাসপাতাল চত্বরে ৷ দ্রুত সরানো হচ্ছে রোগীদের ৷ নীচে নামিয়ে আনা হচ্ছে রোগীদের ৷ মাটিতেই শুইয়ে রাখা হচ্ছে রোগীদের ৷
ধোঁয়ায় ঢেকেছে হাসপাতাল চত্বর ৷ আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা দমকলের ৷ ২৫০ জন রোগীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷
advertisement
কাপড়ে মুড়িয়ে বের করা হয় রোগীদের ৷ খোলা আকাশের নীচে রাখা হয়েছে রোগীদের ৷ উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ উদ্ধারকাজে সামিল হন রোগীর পরিজনেরাও ৷ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন ৷ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই ৷ এমনই জানিয়েছেন দমকলকর্মীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2018 8:50 AM IST