Bratya Basu Exclusive Interview: 'যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই', যোগ্যদের বার্তা শিক্ষামন্ত্রীর

Last Updated:

Bratya Basu Exclusive Interview: যোগ্য-অযোগ্য শিক্ষকের তালিকা আলাদা করা যায়নি বলেই ২০১৬ সালে এসএসসি-তে নিয়োগ শিক্ষকদের গোটা প্যানেলই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত।

ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এই ঘটনার জেরে গোটা রাজ্য-রাজনীতি তোলপাড়। কে যোগ্য শিক্ষক, কে অযোগ্য শিক্ষক তা নিয়ে বার বার বিরোধীরা তালিকা প্রকাশের দাবি তুলেছে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে।
যোগ্য-অযোগ্য শিক্ষকের তালিকা আলাদা করা যায়নি বলেই ২০১৬ সালে এসএসসি-তে নিয়োগ শিক্ষকদের গোটা প্যানেলই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। এ নিয়ে সাক্ষাৎকারে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজেপির এক নেতা দাবি তুললেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক, কাঁরা যোগ্য-অযোগ্য বাছাই করুক, এটা তো ভুল কথা। যোগ্য-অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা দিল্লির এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। তাদের হার্ডডিস্কও বাজেয়াপ্ত করেছে সিবিআই।’
advertisement
আরও পড়ুন: ‘শিক্ষক-শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত’, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী! বৈঠকে আর কারা?
ব্রাত্য বসু আরও বলেন, ‘সেখান থেকে যোগ্য-অযোগ্য সিবিআই বের করেছে। এবং সেখান থেকে যোগ্য-অযোগ্য সিবিআই বের করেছে। সেই তালিকার সঙ্গে এসএসসির দেওয়া তালিকা সম্পূর্ণ মিলেও গিয়েছে বলে দাবি করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে যোগ্য-অযোগ্যর তালিকা সিবিআই-ও জানে, এসএসসি-ও জানে। সেখানে আমার ব্যক্তিগত মত থাকতে পারে না’।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী ২ ঘণ্টায় বদলে যাবে আবহাওয়া! তোলপাড় ঝড়-বাজের সতর্কতা জারি
বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাইনের পোর্টালও খুলেছে। মাইনে সরকার দেবে। কেউ কারও মাইনে দেয় না। মাইনে প্রাপ্য। নিজের অধিকারে, যোগ্যতায় মাইনে পায়। সরকার কাউকে মাইনে দেয় মানে, তাঁকে দখল করে দেয় না।’ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন তা রাখবেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya Basu Exclusive Interview: 'যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই', যোগ্যদের বার্তা শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement