হোম /খবর /কলকাতা /
বউবাজারকে স্বস্তি দিল যাদবপুর, খুলে রাখা যাবে সোনার দোকান!

Bowbazar Metro Disaster: বউবাজারকে স্বস্তি দিল যাদবপুর, খুলে রাখা যাবে সোনার দোকান!

কিছুটা ফিরল স্বস্তি

কিছুটা ফিরল স্বস্তি

Bowbazar Metro Disaster: মদন দত্ত লেন সংলগ্ন ১৮ সোনার দোকান পরিদর্শন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের।

  • Share this:

#কলকাতা: দিওয়ালির আগে স্বস্তিতে বউবাজারের সোনার ব্যবসায়ীরা।মদন দত্ত লেন সংলগ্ন ১৮ সোনার দোকান পরিদর্শন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। ১৭'টি সোনার দোকান খুলে রাখা যাবে, কোনও অসুবিধা নেই বলে তারা জানিয়েছে।১'টি সোনার দোকানকে বিকল্প ব্যবস্থা করে দেবে KMRCLএছাড়া বাড়ি দেখেন তারা। সেই রিপোর্ট দেওয়া হবে কিছুদিনের মধ্যেই।সামনেই ধনতেরাস, দিওয়ালি! তা কাটতে না কাটতেই বিয়ের মরশুম।

উৎসব আবহে মাথায় হাত বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের। বউবাজার এলাকায় রয়েছে একাধিক সোনার দোকান। শুক্রবার ভোরে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দেখা যাচ্ছে যেখানে বসে তাঁরা কাজ করছেন তারই ওপরে দেখা দিয়েছে ফাটল। ফাটলের জেরে তড়িঘড়ি অনেক স্বর্ণ ব্যবসায়ী সোনার গয়না গাঁটি ব্যাগ সুটকেস, ট্রাঙ্কে ভরে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: 'সুকান্তকে মানি না', সাফ জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ! তাহলে কি বিজেপিতে ইতি? বিস্ফোরক সাংসদ

স্বর্ণ ব্যবসায়ীর কথায়, ” কোভিড কালে এমনিতেই ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। সামনেই ধনতেরাস, দিওয়ালি! আর তারপরই বিয়ের মরশুম। প্রচুর অর্ডার হাতে রয়েছে। কীভাবে কী সামাল দেব তা ভেবেই আমাদের দিশেহারা অবস্থা। আপাতত দোকানের সব মাল নিয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেটাই করছি। কবে দোকানে ফিরতে পারব জানিনা, ক্ষতিপূরণের ব্যপারেও বিশদে কোন তথ্য জানা নেই। কাস্টমারদের কী করে অর্ডার ডেলিভারি দেব সেটাই এখন গভীর প্রশ্ন”।

আরও পড়ুন: কলকাতায় ফের টাকার পাহাড়! উল্টোডাঙায় রাতভর তল্লাশিতে উদ্ধার কোটি-কোটি টাকা! বিরাট অভিযান

যদিও তাদের আশার কথা শুনিয়েছে KMRCL. ইতিমধ্যেই এই এলাকায় পরিদর্শন করে রিপোর্ট তৈরি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্ট্রাকচারাল বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে গত রবিবার এক সোনার ব্যবসায়ী তার দোকান খুলে দেখেন, সিন্দুক সহ দোকানের একটা অংশ মাটির নীচে ঢুকে গেছে। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আপাতত কোনও বিপদের সম্ভাবনা নেই বলেই উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। KMRCL এর জিএম অ্যাডমিন এ কে নন্দী জানিয়েছেন, আমরা বিশেষজ্ঞদের থেকেই পরামর্শ নিচ্ছি। ওনারা দোকান গুলো দেখেছেন। বাকি মাপজোকের রিপোর্ট নিয়েছেন। তাই আপাতত এই দোকান চালানোয় অসুবিধা নেই। বিশেষজ্ঞরা ছাড়পত্র দেওয়ায় খুশি সোনার ব্যবসায়ীরা।

Published by:Suman Biswas
First published:

Tags: Bowbazar metro, Kolkata metro