Bomb Threat: ‘উড়িয়ে দেওয়া হবে...’, স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছল পুলিশ, বম্ব স্কোয়াড

Last Updated:

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও হুমকি মেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। মেলটিতে জানানো হয়েছিল, জাদুঘরের ভিতরে রাখা রয়েছে বোমা, বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। পরে অবশ্য কিছুই মেলেনি।

"উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন", ভোরবেলার হুমকির মেইলে বোমাতঙ্ক স্বাস্থ্যভবনে
"উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন", ভোরবেলার হুমকির মেইলে বোমাতঙ্ক স্বাস্থ্যভবনে
কলকাতা: স্বাস্থ্য ভবনে হুমকি মেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোরে এক ইমেলে জানানো হয়, স্বাস্থ্য ভবনের ভিতরে বিস্ফোরক রাখা রয়েছে এবং ভবনটিকে উড়িয়ে দেওয়া হবে। রাখা রয়েছে চারটি IED। ওই মেল পৌঁছনোর পরেও প্রায় ৭-৮ ঘণ্টা সেটি নজরে পড়েনি কোনও আধিকারিকের। দুপুর ১২ টার পরে মেলটি চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। বিষয়টি সঙ্গে সঙ্গেই জানানো হয় স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। তবুও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য ভবনের প্রতিটি তলা ও ঘর খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। ম্যানহোলের ঢাকনা সরিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেলের একটি বিশেষ দল। প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালানোর পর ফিরে যায় বম্ব স্কোয়াড।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও হুমকি মেল ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। মেলটিতে জানানো হয়েছিল, জাদুঘরের ভিতরে রাখা রয়েছে বোমা, বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হতে পারে। পরে অবশ্য কিছুই মেলেনি। ওই ঘটনার কিছু দিন পরেই শহরের চারটি স্কুলে একই ধরনের হুমকি মেল আসে। সেবারও ফলাফল ছিল শূন্য।
advertisement
ক্রমাগত এই ধরনের মেল আসায় উদ্বিগ্ন প্রশাসন। পুলিশ মনে করছে, সমাজে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের হুমকি মেল পাঠানো হচ্ছে। তবে কোনও কিছুতেই ঢিলেমি না দিয়ে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।
advertisement
বিধাননগর পুলিশের একজন আধিকারিকের মতে, “সোশ্যাল ডিসরাপশন বা জনমানসে আতঙ্ক তৈরি করতেই এই ধরনের কাজ হয়ে থাকতে পারে। তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।”
ঘটনার পর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য ভবনে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bomb Threat: ‘উড়িয়ে দেওয়া হবে...’, স্বাস্থ্যভবনে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছল পুলিশ, বম্ব স্কোয়াড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement