Abhishek Banerjee: ‘জ*ঙ্গিরা যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান...,’ জাপানের মাটিতে দাঁড়িয়ে তুলোধনা অভিষেকের! যা বললেন...

Last Updated:

তিনি বলেন, ‘‘জঙ্গিরা যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান হল তার জংলি প্রশিক্ষক৷ এই জংলি প্রশিক্ষকের বিরুদ্ধে বিশ্বকে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে৷ তা নাহলে, সে আরও আরও পাগলা কুকুর পুষবে, বড় করবে৷’’

News18
News18
নয়াদিল্লি: ‘সন্ত্রাসবাদ আসলে পাগলা কুকুর, আর পাকিস্তান হল তার মালিক’৷ এর বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার উপরে জোর দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বর্তমানে তিনি ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির প্রচারে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপানে রয়েছেন৷ সেখানেই এমন মন্তব্য করেন অভিষেক৷ জাপানে বসবাসকারী ভারতীয়দের একটি আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে অভিষেক স্ষ্ট জানান, ‘‘আমরা ভয়ের সামনে নতজানু হব না৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভারত মাথা নত করবে না৷ আমরা এখানে সেই সত্য, সেই বার্তাই দিতে এসেছি৷ আমরা ভয়ের সামনে নতজানু হব না৷ আমার দল কেন্দ্রীয় সরকারের বিরোধী দল৷ কিন্তু আমি জনসমক্ষেই বলেছি পাকিস্তান যে ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই শিক্ষা দেওয়া উচিত৷’’
তিনি বলেন, ‘‘জঙ্গিরা যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান হল তার জংলি প্রশিক্ষক৷ এই জংলি প্রশিক্ষকের বিরুদ্ধে বিশ্বকে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে৷ তা নাহলে, সে আরও আরও পাগলা কুকুর পুষবে, বড় করবে৷’’
advertisement
advertisement
সন্ত্রাসবাদ বিরোধী দেশের সেনা অপারেশনের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘‘ভারতের জবাব সবসময় নির্দিষ্ট এবং নন-এসক্যালেটরি হয়৷ সে বিষয়েও নজর রাখব আমরা৷’’
advertisement
‘‘আমরা জাপান থেকে এই যাত্রা শুরু করেছি কারণ, এই দেশ আমাদের কৌশলগত বন্ধু রাষ্ট্র। আমরা এখানে বিভিন্ন দল থেকে এসেছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। আমরা প্রমাণ নিয়ে এসেছি। ’’, তিনি বলেন।
অভিষেকের কথায়, ‘‘পাকিস্তান সবসময় নিজে ‘ভিক্টিম’ সাজে। ১৫ দিন অপেক্ষা করার পরে, আমরা একজনও অসামরিক নাগরিকের জীবন ঝুঁকিতে না ফেলে পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। আমরা পাকিস্তানের আসল চেহারা সকলের সামনে তুলে ধরতে চাই৷”
advertisement
জনতা দলের (ইউনাইটেড) সাংসদ সঞ্জয় ঝা নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যে দলের মধ্যে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, বিজেপি সাংসদ ডঃ হেমাঙ্গ জোশী, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজ লাল, এবং বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া।
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ‘জ*ঙ্গিরা যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান...,’ জাপানের মাটিতে দাঁড়িয়ে তুলোধনা অভিষেকের! যা বললেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement