BSF Jawan Purnam Kumar Sahu: ‘ব্রাশ করতে দেয়নি, স্নান করতে দেয়নি..’ পাকিস্তান! পূর্ণম ঘরে ফেরার পরে বাবাকে জানিয়েছেন, ‘অপারেশন চলবে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
তবে অপারেশন সিঁদুরের সময় কি বেশি অত্যাচার চলেছিল পূর্ণমের উপরে? পূর্ণম অবশ্য জানিয়েছেন, সেই সময়টায় তিনি বন্দি থাকায় তেমন কিছু বুঝতে পারেননি৷ তবে প্রতিশোধ নেওয়া জারি থাকবে বলেও নাকি পরিবারকে জানিয়েছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘প্রতিশোধ নেব৷ অপরেশন আরও বাকি আছে৷’’
হুগলি: ২২ দিন শত্রু দেশের সেনার হাতে বন্দি ছিলেন৷ দেশে ফিরেছেন ১০ দিন আগে৷ তারপর এই শুক্রবার ফিরলেন নিজের পরিবারের কাছে৷ ভারতের মাটিতে দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার পরে বাড়িতে প্রথম রাত কাটিয়ে স্বভাবতই পূর্ণমের চোখেমুখে ছড়িয়ে রয়েছে সন্তুষ্টির হাসি৷ শনিবার ছিল বলে সকাল সকালই কালী মন্দিরে পুজো দিতে যান পূর্ণমের স্ত্রী রজনী সাউ৷ বলেন, ‘‘আমি খুব খুশি। আজ পুজো দিতে যাচ্ছি৷ খুব ভাল লাগছে৷’’
বোন কিরণ গুপ্ত দাদার জন্যে সকালে প্রথম চা করছেন। কাল, শুক্রবার গভীর রাত পর্যন্ত শুধু গল্প হয়েছে। দাদা পছন্দ করেন দুধ চা খেতে। সেই চা-ই বানিয়েছেন বোন কিরণ৷
শনিবার সকালে নিউজ১৮ বাংলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ। জানান, তাঁর ছেলে তাঁকে বলেছে তাঁকে ব্রাশ করতে দেয়নি পাক সেনারা৷ স্নান করার অনুমতিও ছিল না৷
advertisement
advertisement
তবে অপারেশন সিঁদুরের সময় কি বেশি অত্যাচার চলেছিল পূর্ণমের উপরে? পূর্ণম অবশ্য জানিয়েছেন, সেই সময়টায় তিনি বন্দি থাকায় তেমন কিছু বুঝতে পারেননি৷ তবে প্রতিশোধ নেওয়া জারি থাকবে বলেও নাকি পরিবারকে জানিয়েছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘প্রতিশোধ নেব৷ অপরেশন আরও বাকি আছে৷’’
advertisement
বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পরে বন্দি হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার পূর্বা এক্সপ্রেসে হাওড়া স্টেশনে ফেরেন পূর্ণমকুমার সাউ। সেখান থেকে হুগলির রিষড়ার বাড়িতে৷ সেখানে তখন বরণের থালা হাতে ধরে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা দেবন্তী সাউ৷ সেজেগুজে স্বামীর প্রতীক্ষায় থাকায় স্ত্রী রজনীর চোখেও ছিল আনন্দাশ্রু৷ রান্না করা হয়েছিল পূর্ণমের প্রিয় সব খাবার৷ ছানার ডালনা, পটলের তরকারি, চাটনি, দই, মিষ্টি। তিরঙ্গা আলোয় সেজে উঠেছে বাড়ি। কেক কেটে উদযাপিত হয় পূর্নমের বাড়ি ফেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 24, 2025 10:49 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF Jawan Purnam Kumar Sahu: ‘ব্রাশ করতে দেয়নি, স্নান করতে দেয়নি..’ পাকিস্তান! পূর্ণম ঘরে ফেরার পরে বাবাকে জানিয়েছেন, ‘অপারেশন চলবে’