Slatlake Blast: ডাস্টবিনের পাশে খেলছিল দুই শিশু, হঠাৎ বিস্ফোরণ! সল্টলেকে মারাত্মক ঘটনা...

Last Updated:

Slatlake Blast: ইতিমধ্যেই পুলিশ বাহিনী গিয়ে সল্টলেকের ওই বিস্ফোরণস্থল এলাকা খতিয়ে দেখছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: সল্টলেক নয়াপট্টি একটি বিস্ফোরণের খবর মিলেছে। ইতিমধ্যে বিধাননগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ডাস্টবিনের পাশে এই বিস্ফোরণটি হয়েছে। সেই সময় কয়েকজন শিশু সেখানে খেলছিল। আর তাতেই আহত হয় দুটি শিশু। বিধান নগর মহকুমা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যেই পুলিশ বাহিনী গিয়ে ওই এলাকা খতিয়ে দেখছে। কীভাবে ওখানে বিস্ফোরক এল, কে বা কারা রাখল, বিস্ফোরণের জন্য কী ব্যবহার করা হয়েছে, সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কিছু ব্যাটারি উদ্ধার করেছে তাঁরা। বিস্ফোরণের আওয়াজও যথেষ্ট ছিল বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছর বর্ধমানে ঘটেছিল এমনই একটি বিস্ফোরণ। গত মার্চ মাসে বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিল আরও এক শিশু। মাটি নিয়ে খেলা করছিল তারা। সেই সময় বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল তারা। সেটি নাড়াচাড়ার সময়ই বোমা ফেটে গেলে ঘটনাস্থলেই সেখ আফরোজ নামে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেখ ইব্রাহিম নামে আরও এক শিশু এই ঘটনায় গুরুতর জখম হয়েছিল।
advertisement
সেই বোমা বিস্ফোরণের ঘটনায় জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল বাংলার ভোট আবহে। বামেদের দাবি ছিল, ক্ষমতা দখলের লড়াইয়ের জন্যই বোমা মজুত করা হয়েছিল। সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। বিজেপির আবার অভিযোগ ছিল, শাসকদল হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে। এই ঘটনা তারই জের। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, রাজ্যকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশ নষ্ট করার জন্য চক্রান্ত হয়ে থাকতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Slatlake Blast: ডাস্টবিনের পাশে খেলছিল দুই শিশু, হঠাৎ বিস্ফোরণ! সল্টলেকে মারাত্মক ঘটনা...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement