হোম /খবর /কলকাতা /
কাঁকিনাড়ায় খুন বিজেপি কর্মী, গ্রেফতার ২

কাঁকিনাড়ায় খুন বিজেপি কর্মী, গ্রেফতার ২

  • Last Updated :
  • Share this:

    #কাঁকিনাড়া: ভোটের ফল বেরনোর পরও অব্যাহত হিংসা। ফের খুন বিজেপি কর্মী ৷ এবার কাঁকিনাড়ায় খুন বিজেপি কর্মী। কাঁকিনাড়ার কাটাগঞ্জের কালিতলার ঘটনা। গতরাতে মাঠে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন চন্দন সাউ। সেসময় চার-পাঁচজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে।

    প্রথমে বোমাবাজি। পরে বন্ধুরা পালিয়ে গেলে চন্দনকে লক্ষ করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। বুকে গুলি লেগে লুটিয়ে পড়েন চন্দন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত চন্দন সাউ। তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় জড়িত বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

    First published:

    Tags: BJP, Elections 2019, Kakinara, Kakinara Murder, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019