Sukanta Mazumdar Ignores Tathagata Roy: তথাগত রায় শুধুই দলের সদস্য, দিলীপকে পাশে বসিয়েই প্রবীণ নেতাকে উপেক্ষা সুকান্তর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অতীতে বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলানো তথাগত রায় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন (Sukanta Mazumdar Ignores Tathagata Roy)৷
#কলকাতা: তথাগত রায় যাই বলুন না কেন, তাঁর বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না রাজ্য বিজেপি৷ এ দিন দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে বসেই এ কথা বুঝিয়ে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)৷ বিজেপি রাজ্য সভাপতির কথায়, তথাগত রায় এখন শুধুই বিজেপি-র একজন প্রবীণ সদস্য (Sukanta Mazumdar Ignores Tathagata Roy)৷
গত কয়েকদিন ধরে লাগাতার বিজেপি-র রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করে চলেছেন তথাগত রায় (Tathagata Roy Attacks BJP)৷ তাঁর মূল নিশানায় বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রত্যাশার ধারেকাছে ফল করতে না পারা এবং উপনির্বাচনে বিপর্যয়ের জন্য রাজ্য নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করছেন তথাগতবাবু৷
এমন কি, রাজ্য বিজেপি-র অন্দরে অর্থ, নারী চক্র চলছে বলেও সরব হয়েছেন প্রবীণ বিজেপি নেতা৷ তৃণমূল থেকে আসা নেতাদের গলবস্ত্র হয়ে স্বাগত জানাতে গিয়েই বিজেপি-র এই পরিণতি বলেও ক্ষোভ প্রকাশ করেন তথাগত৷ গত শনিবারই দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলেও আক্রমণ করেছেন তিনি৷ সবমিলিয়ে রাজ্য বিজেপি-র কাছে এখন বড় অস্বস্তির নাম তথাগত রায়৷
advertisement
advertisement
এ দিন তথাগত রায়ের বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন করায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'তথাগত রায় এখন বিজেপি-র কোনও পদে নেই৷ তিনি শুধুমাত্র বিজেপি-র একজন প্রবীণ সদস্য মাত্র৷' নিজের এই মন্তব্যেই বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন, প্রবীণ নেতার মন্তব্যকে আদৌ গুরুত্বই দিচ্ছে না দল৷ বিজেপি সূত্রের খবর, আপাতত তথাগত রায়কে নিয়ে প্রকাশ্যে দলের কেউ কোনও মন্তব্য করবে না বলেই সিদ্ধান্ত হয়েছে৷ কারণ দিলীপ ঘোষের মতো নেতাদের সঙ্গে তথাগত রায়ের মতো প্রবীণ নেতার নিয়মিত বাকযুদ্ধে আসলে দলের ভাবমূর্তিই খারাপ হচ্ছিল৷
advertisement
অতীতে বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলানো তথাগত রায় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যপালের পদ থেকে তাঁকে সরানো হয়৷ সেই সময় এমনও জল্পনা ছড়ায় যে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে তথাগতকে৷ কিন্তু ভোটে বিজেপি-র জয়ের লক্ষ্য অধরা থাকার সঙ্গে সঙ্গে সেই জল্পনাতেও ইতি পড়ে৷ রাজ্য বা জাতীয় স্তরে নতুন করে তথাগত রায়কে কোনও দায়িত্বও দেওয়া হয়নি৷ বরং দলের রাজ্য নেতাদের সমালোচনা করে বিজেপি-র অস্বস্তির কারণ হয়ে উঠেছেন তথাগত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 9:07 PM IST