Sukanta Mazumdar Ignores Tathagata Roy: তথাগত রায় শুধুই দলের সদস্য, দিলীপকে পাশে বসিয়েই প্রবীণ নেতাকে উপেক্ষা সুকান্তর

Last Updated:

অতীতে বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলানো তথাগত রায় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন (Sukanta Mazumdar Ignores Tathagata Roy)৷

তথাগতকে উপেক্ষা বিজেপি রাজ্য সভাপতির৷
তথাগতকে উপেক্ষা বিজেপি রাজ্য সভাপতির৷
#কলকাতা: তথাগত রায় যাই বলুন না কেন, তাঁর বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না রাজ্য বিজেপি৷ এ দিন দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে বসেই এ কথা বুঝিয়ে দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)৷ বিজেপি রাজ্য সভাপতির কথায়, তথাগত রায় এখন শুধুই বিজেপি-র একজন প্রবীণ সদস্য (Sukanta Mazumdar Ignores Tathagata Roy)৷
গত কয়েকদিন ধরে লাগাতার বিজেপি-র রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করে চলেছেন তথাগত রায় (Tathagata Roy Attacks BJP)৷ তাঁর মূল নিশানায় বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রত্যাশার ধারেকাছে ফল করতে না পারা এবং উপনির্বাচনে বিপর্যয়ের জন্য রাজ্য নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করছেন তথাগতবাবু৷
এমন কি, রাজ্য বিজেপি-র অন্দরে অর্থ, নারী চক্র চলছে বলেও সরব হয়েছেন প্রবীণ বিজেপি নেতা৷ তৃণমূল থেকে আসা নেতাদের গলবস্ত্র হয়ে স্বাগত জানাতে গিয়েই বিজেপি-র এই পরিণতি বলেও ক্ষোভ প্রকাশ করেন তথাগত৷ গত শনিবারই দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলেও আক্রমণ করেছেন তিনি৷ সবমিলিয়ে রাজ্য বিজেপি-র কাছে এখন বড় অস্বস্তির নাম তথাগত রায়৷
advertisement
advertisement
এ দিন তথাগত রায়ের বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্ন করায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'তথাগত রায় এখন বিজেপি-র কোনও পদে নেই৷ তিনি শুধুমাত্র বিজেপি-র একজন প্রবীণ সদস্য মাত্র৷' নিজের এই মন্তব্যেই বিজেপি রাজ্য সভাপতি বুঝিয়ে দিলেন, প্রবীণ নেতার মন্তব্যকে আদৌ গুরুত্বই দিচ্ছে না দল৷ বিজেপি সূত্রের খবর, আপাতত তথাগত রায়কে নিয়ে প্রকাশ্যে দলের কেউ কোনও মন্তব্য করবে না বলেই সিদ্ধান্ত হয়েছে৷ কারণ দিলীপ ঘোষের মতো নেতাদের সঙ্গে তথাগত রায়ের মতো প্রবীণ নেতার নিয়মিত বাকযুদ্ধে আসলে দলের ভাবমূর্তিই খারাপ হচ্ছিল৷
advertisement
অতীতে বিজেপি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলানো তথাগত রায় ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যপালের পদ থেকে তাঁকে সরানো হয়৷ সেই সময় এমনও জল্পনা ছড়ায় যে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে তথাগতকে৷ কিন্তু ভোটে বিজেপি-র জয়ের লক্ষ্য অধরা থাকার সঙ্গে সঙ্গে সেই জল্পনাতেও ইতি পড়ে৷ রাজ্য বা জাতীয় স্তরে নতুন করে তথাগত রায়কে কোনও দায়িত্বও দেওয়া হয়নি৷ বরং দলের রাজ্য নেতাদের সমালোচনা করে বিজেপি-র অস্বস্তির কারণ হয়ে উঠেছেন তথাগত৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Mazumdar Ignores Tathagata Roy: তথাগত রায় শুধুই দলের সদস্য, দিলীপকে পাশে বসিয়েই প্রবীণ নেতাকে উপেক্ষা সুকান্তর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement