BJP to file case on municipal elections: সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি, মামলার পথে বিজেপি

Last Updated:

রাজ্যের একশোরও বেশি পুরসভার পুরবোর্ডগুলির মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে৷ এই পুরসভা বা পুরনিগমগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চলছে (BJP to file case on municipal elections)৷

পুরভোট নিয়ে মামলার পথে বিজেপি৷
পুরভোট নিয়ে মামলার পথে বিজেপি৷
#কলকাতা: যে পুরসভা বা পুরনিগমগুলিতে ভোট বকেয়া রয়েছে, সেখানে একসঙ্গে ভোট করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি৷ এ দিন এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)৷ ইতিমধ্যেই একসঙ্গে ভোটের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি  (BJP to file case on municipal elections)৷
রাজ্যের একশোরও বেশি পুরসভার পুরবোর্ডগুলির মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে৷ এই পুরসভা বা পুরনিগমগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চলছে৷ দীর্ঘদিন ধরেই পুরভোটের দাবিতে সরব ছিলেন বিরোধীরা৷ সম্প্রতি রাজ্য সরকারের তরফে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করানোর প্রস্তুতি নেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়৷
advertisement
advertisement
রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, দুই পুরসভাতেই আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা৷ ভোটের ফল ঘোষণা হবে ২২ ডিসেম্বর৷
যদিও এভাবে দু'টি পুরসভায় আগে ভোট করানোয় আপত্তি রয়েছে বিজেপি-র৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ দিন বলেন, 'আমরা প্রতিটি পুরসভা বা কর্পোরেশনে একসঙ্গে ভোট চাইছি৷ এই দাবি নিয়ে আমরা আদালতেও যাচ্ছি৷ কলকাতা এবং হাওড়ায় আগে ভোট করিয়ে নেওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে আমরা মনে করি৷ একান্তই যদি সব পুরসভায় একসঙ্গে ভোট করানোর ব্যবস্থা না করা যায়, সেক্ষেত্রে ভোটের গণনা একসঙ্গে করার দাবি আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানাবো৷'
advertisement
সুকান্ত মজুমদার আরও বলেন, 'আমরা সব পুরসভায় একসঙ্গে ভোট চাইছি তার মানে বিজেপি-র এতগুলো পুরসভায় একসঙ্গে লড়াই করার ক্ষমতা আছে৷'
যদিও বিজেপি রাজ্য সভাপতির এই দাবি মানতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর পাল্টা অভিযোগ, 'এতদিন নিজেরাই ভোট করানোর দাবিতে সরব হয়েছিল৷ এবার ভোট ঘোষণা হতেই তাতে দেরি করানোর জন্য এই সমস্ত দাবি তোলা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন রাজ্যে উপনির্বাচন মেটার পরই পুরভোট হবে৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP to file case on municipal elections: সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি, মামলার পথে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement