Police stops BJP rally in Kolkata: বিজেপি-র মিছিলে পুলিশের না, বাধা দিতেই তুমুল উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন

Last Updated:

মিছিল আটকাতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে এ দিন বিজেপি রাজ্য দফতর চারপাশের রাস্তা ঘিরে ফেলা হয় (Police stops BJP rally in Kolkata)৷

বিজেপি রাজ্য দফতরের বাইরে উত্তেজনা৷
বিজেপি রাজ্য দফতরের বাইরে উত্তেজনা৷
#কলকাতা: পেট্রোল, ডিজেলের উপরে ভ্যাট কমানোর দাবিতে বিজেপি-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার মুরলীধর সেন লেনে৷ কেন্দ্রীয় সরকার শুল্ক ছাড় দেওয়ার পর রাজ্য সরকার কেন পেট্রোল ডিজেলের উপরে ভ্যাট কমাবে না, এই দাবিকে সামনে রেখে এ দিন মুরলীধর সেন লেনে রাজ্য দফতর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় বিজেপি (BJP)৷
কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, এই যুক্তিতে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ (Police stops BJP rally in Kolkata)৷ মিছিল আটকাতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী দিয়ে এ দিন বিজেপি রাজ্য দফতর চারপাশের রাস্তা ঘিরে ফেলা হয়৷ তার মধ্যেই রীতেশ তিওয়ারি সহ বেশ কয়েকজন বিজেপি নেতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে এসে বসে পড়ে রাস্তা আটকানোর চেষ্টা করেন৷ সঙ্গে সঙ্গে রীতেশ তিওয়ারি সহ প্রায় তিরিশ জন বিডেপি নেতা, কর্মীকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
মিছিল করার দাবিতে অনড় থাকেন বিজেপি নেতৃত্ব৷ অন্য দিকে পুলিশও মিছিলের অনুমতি দিতে নারাজ ছিল৷ মিছিলের অনুমতি না পেয়ে আইন ভঙ্গের হুঁশিয়ারি দেয় বিজেপি৷
ইতিমধ্যেই বিজেপি রাজ্য দফতরে পৌঁছেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষের মতো নেতারা৷ সবমিলিয়ে ঘটনাস্থলে উত্তেজনা ক্রমশই বাড়ছে৷
advertisement
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, '২১৩ আসনে জিতেও মুখ্যমন্ত্রী বিজেপি-কে ভয় পাচ্ছেন৷ এটা দেখেই আমাদের ভাল লাগছে৷' বিজেপি রাজ্য সভাপতি আরও জানিয়েছেন, পেট্রোল- ডিজেলের বিক্রি থেকে কেন্দ্র- রাজ্যের প্রাপ্য কত, সেই হিসেব গলায় প্ল্যাকার্ড করে ঝুলিয়ে আগামিকাল, মঙ্গলবার বিভিন্ন পেট্রোল- পাম্পে বিক্ষোভ দেখাবে বিজেপি৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, 'এই সরকার পুলিশের ভরসায় চলছে৷' রাজ্য সরকার কেন পেট্রোল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না, সেই প্রশ্ন তুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী৷ পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি৷
advertisement
গ্রেফতার হওয়ার আগে বিজেপি নেতা রীতেশ তিওয়ারি বলেন, 'লক্ষ লক্ষ লোক বুর্জ খলিফা দেখতে গেলে করোনা হয় না৷ শুধু বিজেপি মিছিল করতে গেলেই তখন করোনা অতিমারির দোহাই দেওয়া হয়৷ ' সুকান্ত মজুমদার অবশ্য পরে জানান, শান্তিপূর্ণ ভাবেই নিজেদের আন্দোলন চালিয়ে যাবে বিজেপি৷ মিছিলের অনুমতিকে কেন্দ্র করে একসময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য রণে ভঙ্গ দিতে বাধ্য হন বিজেপি নেতা, কর্মীরা৷ পুলিশের তরফে জানানো হয়, বিজেপি নেতা, কর্মীদের গ্রেফতার করে ঘটনাস্থলেই জামিন দেওয়া হল৷ এর পরই এ দিনের মতো কর্মসূচি প্রত্যাহার করে নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব৷ তবে ভবিষ্যতে একই দাবিতে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Police stops BJP rally in Kolkata: বিজেপি-র মিছিলে পুলিশের না, বাধা দিতেই তুমুল উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement