BJP West Bengal: ২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, দিল্লির বৈঠক শেষে দাবি সুকান্তর
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
লোকসভা নির্বাচনে বিজেপি'র ঝুলিতে ২ কোটি ৩০ লক্ষ ভোট গিয়েছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, "২০১৪ সালের আগে আমাদের দল রাজ্যে সেভাবে দাগ কাটতে পারেনি। তবে, তারপর থেকে আমাদের ভোট বেড়েছে জেপি নাড্ডার নেতৃত্বে। ২০২৪-এ বাংলায় আমরা ২৫টি আসব পাব।"
নয়াদিল্লি: আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫টি আসন পাবে বিজেপি। দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব গতকালের পর আজও বাংলার প্রসঙ্গ তুলেছেন। বঙ্গে পদ্ম ফুল আরও বেশি করে ফোটাতে দলীয় নেতৃত্ব আগ্রহী বলে জানান তিনি।
গত বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যে ঝাঁপিয়ে ছিল বিজেপি। যদিও মাত্র ৭৭ আসনেই আটকে যায় গেরুয়া শিবিরের জয়রথ। সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, "গতবার বিধানসভা নির্বাচনে ৩ থেকে ৭৭-এ পৌঁছে গিয়েছে বিজেপি। আমাদের ভোটের হার ব্যাপকভাবে বেড়েছে।"
advertisement
advertisement
তিনি বলেন, "বিজেপি দল হিসেবে লড়াই করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সামনে রেখে লড়াই করি। আমরা পারিনি সেটা ঠিক। তবে পশ্চিমবঙ্গের মতো একটি বড় রাজ্যে কোনও দল ৩ টি আসন থেকে ক্ষমতায় এসেছে এমন নজির নেই। ত্রিপুরায় আছে ঠিকই, তবে বাংলার তুলনায় ত্রিপুরা অনেক ছোট রাজ্য।"
সুকান্তের দাবি, আগে ১০ থেকে ১১ শতাংশ ভোট পেত বিজেপি। এখন সেই ভোটের হার বেড়ে হয়েছে ৩৯ থেকে প্রায় ৪০ শতাংশ। লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে ২ কোটি ৩০ লক্ষ ভোট এসেছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, "২০১৪ সালের আগে আমাদের দল রাজ্যে সেভাবে দাগ কাটতে পারেনি। তবে তারপর থেকে আমাদের ভোট বেড়েছে জেপি নাড্ডার নেতৃত্বে।
advertisement
জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের নাম প্রত্য়েক বিজেপি নেতা তাঁদের বক্তব্যে উল্লেখ করেছেন বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, " পশ্চিমবঙ্গে জয় পেতে প্রত্যেক নেতাই সংকল্পবদ্ধ। সেই কারণে গতকাল এবং আজ দলের নেতারা বিভিন্ন প্রসঙ্গে বাংলার কথা বলেছেন।"
advertisement
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদকাল বৃদ্ধি করা হয়েছে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আনা প্রস্তাবনায় সব সদস্য সায় দিয়েছেন৷ উল্লেখ্য এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় প্রায় সাড়ে তিনশো নেতা-নেত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 8:00 AM IST