রাজনৈতিক হিংসায় রাজ্যে কোনও বিজেপি কর্মীর মৃত্যু হয়নি, মিথ্যাচার করছে গেরুয়া শিবির, ট্যুইট তৃণমূলের

Last Updated:
#কলকাতা: মোমবাতি মিছিল করে নিজেদের মিথ্যাচারিতাকে প্রকাশ্যে আনছে বিজেপি ৷ রবিবার বিকেলে রাজ্যের শাসক দলের তরফে ট্যুইটে এমনটাই দাবি করা হল ৷
পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনের পরিসংখ্যানই তুলে ধরা হয়েছে ট্যুইটে ৷ দাবি করা হয়েছে, রাজনৈতিক হিংসার জেরে বাংলায় একজন বিজেপি কর্মীরও মৃত্যু হয়নি ৷ বরং পঞ্চায়েত নির্বাচন চলাকালিন ৩০জন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ৷ আর এই খুনের জন্য দায়ী বিজেপি ৷ শুধু তৃণমূল কর্মীদের খুনই নয় ৷ পাশাপাশি, তৃণমূল সাংসদকেও খুন করেছে বিজেপি কর্মীরা ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটে এমনটাই দাবি করা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা দাবি করেন, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই আসলে বিজেপিকে সুবিধে করে দিতে। আদর্শ আচরণবিধির নামে দীর্ঘ পাঁচ মাস কার্যত অঘোষিত জরুরি অবস্থা জারি করেছিল নির্বাচন কমিশন। প্রশাসনে রদবদল থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োগ, সবেতেই সুবিধে পেয়েছে বিজেপি ৷ এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনৈতিক হিংসায় রাজ্যে কোনও বিজেপি কর্মীর মৃত্যু হয়নি, মিথ্যাচার করছে গেরুয়া শিবির, ট্যুইট তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement