'বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী'! এসআইআর বিতর্কের মাঝে মন্তব্য সুকান্ত মজুমদারের
- Published by:Soumendu Chakraborty
- Written by:Susmita Mondal
Last Updated:
এসআইআরের সঙ্গে এনআরসিকে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। এর আগেও সিএএ-র সঙ্গে এনআরসি-কে জুড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার
কলকাতা: নির্বাচন হতে এখনও হাতে রয়েছে বেশ কয়েকমাস সময়। তবে তার আগেই বাংলায় এসআইআর শুরু করা নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনারের দফতরে দফায় দফায় বৈঠকও হয়েছে। আগামী ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। এই নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার এই নিয়ে পাল্টা সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এসআইআর নির্বাচন কমিশন করাচ্ছে, অমিত শাহ করাচ্ছেন না। ফলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে এসআইআর হবে কি হবে না। আর কমিশন তো সিদ্ধান্ত নিয়েছে এসআইআর হবে। এর আগেও গোটা দেশে এসআইআর হয়েছে। ১৯৫২ সাল থেকে সম্ভবত শুরু হয়েছে। ২০০২-০৩ সালেও হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর এসব মন্তব্য করে কোনও লাভ নেই। উনি এসআইআরের সঙ্গে এনআরসিকে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। এর আগেও সিএএ-র সঙ্গে এনআরসি-কে জুড়ে দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছিলেন তিনি”।
আরও পড়ুন: তাঁর ও ছেলের ধাবা-অফিসে কেন ইডি-র হানা…? ‘আসল’ কারণ জানিয়ে দিলেন সুজিত বসু!
এবার এসআইআর নিয়ে উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মিরজাফরের সঙ্গে তুলনা করেছিলেন মমতা। এদিন ফের সেই ইস্যু নিয়ে সুর চড়িয়ে এই রাজ্যে কোনওভাবেই এসআইআর করা যাবে না, সেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উৎসবের মরসুমে SIR-এর কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “SIR নিয়ে হাওয়া গরম করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।” তিনি আরও বলেন, “SIR আতঙ্কের ভ্যাকসিন তৃণমূলকে বিজেপি দেবে।” অর্থাৎ, ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের আপত্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি, সুকান্ত জানান যে তিনি রাজ্যের উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতির রিপোর্ট এবং খগেন মুর্মুর উপর হামলার রিপোর্ট কেন্দ্রে পাঠাবেন। তবে রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী নির্বাচনের আগে বিরোধী দল বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেস এর অন্দরে যে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে সে কথা বলার অপেক্ষা রাখেনা। তবে এর লাভ কতটা কে তুলতে পারে সেটা নির্বাচনের ফল প্রকাশের দিন স্পষ্ট হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 7:28 PM IST