Indian Army:বাড়ি ফিরছে ছেলের কফিনবন্দি দেহ, কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে শহিদ বাংলার দুই বীর সন্তান, জওয়ান পলাশ ও সুজয় ঘোষ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Supratim Das
Last Updated:
কাশ্মীরে শহিদ বাংলার দুই রত্ন
মুর্শিদাবাদ ও বীরভূম: কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে শহিদ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা জওয়ান পলাশ ঘোষ। কাশ্মীরের অনন্তনাগে কর্তব্যরত অবস্থায় তুষারধসে চাপা পড়ে শহিদ হন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের পলাশ ঘোষ (ইন্ডিয়ান আর্মির প্যারা কমান্ডো, স্পেশাল ফোর্স)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে অনন্তনাগের দুর্গম এলাকায় দায়িত্বে থাকাকালীন আচমকাই তুষারধস নামে, বরফে চাপা পড়েন পলাশ। তিন দিন পর, শুক্রবার সহকর্মীরা উদ্ধার করেন পলাশের দেহ। শনিবার তাঁর মরদেহ মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছাবে বলে জানা গিয়েছে। পলাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্থানীয় মানুষজন। বাড়িতে রয়েছেন স্ত্রী বুলটি ঘোষ। শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর, বলরামপাড়া গ্রামে।
advertisement
কাশ্মীরে প্রাণ হারান বাংলার আর এক বীর সন্তান! জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার পর্বতাঞ্চলে অ্যান্টি- টেরর অপারেশন চলাকালীন পাহাড় থেকে পড়ে আঘাত পান বীরভূমের বাসিন্দা সুজয় ঘোষ। সুজয়কে হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়! প্রাণ দিয়ে লড়ছিলেন বীর জওয়ান সুজয়! কিন্তু আচমকাই ছন্দপতন! শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার আর এক গর্ব সুজয় ঘোষ। বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
জানা যায়, সোমবার থেকে নিখোঁজ ছিলেন বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের বাসিন্দা সেনা জওয়ান সুজয় ঘোষ। শুক্রবার সেনা বাহিনীর তরফে সুজয়ের পরিবারকে ফোন করে জানানো হয় সুজয় ঘোষের মৃত্যুর খবর।
PRANAB BANERJEE, SUPRATIM DAS
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 10:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Army:বাড়ি ফিরছে ছেলের কফিনবন্দি দেহ, কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে শহিদ বাংলার দুই বীর সন্তান, জওয়ান পলাশ ও সুজয় ঘোষ