Nadia News : কালো প্লাস্টিকের টব অতীত! এবার গাছ বড় করুন 'এই' উপায়ে! যেমন পরিবেশবান্ধব, তেমনই খরচ কম! পথ দেখাচ্ছে নদিয়ার কলেজ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Tree Distribution : কালো প্লাস্টিক পরিবেশবান্ধব নয়। কিন্তু ডাবের খোলে যদি চারা গাছ লাগানো হয় এবং তারপরে তা পরিণত হলে ডাবের খোল শুদ্ধ মাটিতে পোঁতা সম্ভব।
সবুজায়নের স্বপ্নে আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এক অভিনব উদ্যোগ নিল। কলেজের চারপাশে বিভিন্ন আগাছার মাঝে বেশ কিছু প্রয়োজনীয় গাছ জন্মায়। কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ সেই চারা গাছগুলি সযত্নে ডাবের খোলের মধ্যে রোপন করেছিলেন।<strong>(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)</strong>
advertisement
গাছগুলি পরিণত হলে তা সম্পূর্ণ বিনামূল্যে এলাকার বিভিন্ন প্রকৃতিপ্রেমী মানুষের হাতে তুলে দেওয়া হয়। আম, কাঞ্চন, জাম, পেয়ারা, অশোক, কদম, বেল, তেজপাতা, সবেদা ইত্যাদি নানা প্রজাতির প্রায় ৩৫ টি গাছ প্রদান করা হয়। চারা গাছগুলি কালো প্লাস্টিকে না রেখে ডাবের খোলে রেখে বড় করা হয়েছিল।
advertisement
এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ড: অশোক কুমার দাস জানান "কালো প্লাস্টিক পরিবেশবান্ধব নয়- কিন্তু ডাবের খোলে যদি চারা গাছ লাগানো হয় এবং তারপরে তা পরিণত হলে ডাবের খোল শুদ্ধ তা মাটিতে পোঁতা সম্ভব।
advertisement
মাটিতে এই এই ডাবের খোল এক দিকে যেমন সারের কাজ করে ঠিক তেমনই তা পরিবেশ বান্ধব। কলেজের শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক ড: অনিরুদ্ধ সাহা জানান "বর্তমান সময় এবং কালের পরিপ্রেক্ষিতে এই বৃক্ষ দান কর্মসূচিটি অত্যন্ত প্রাসঙ্গিক। আগামী বছর আমরা আসাননগর মদনমোহন তারকালঙ্কর পরিবার ১০০ টি চারা গাছ তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এগোব"।
advertisement
সর্বোপরি বলা যায় যে এই কর্মকাণ্ড অভিনব তার কারণ বৃক্ষ দান অনেকেই করে থাকেন। কিন্তু আগাছা থেকে মূল্যবান গাছ খুঁজে তা তুলে এনে বড় করে তাকে বিনামূল্যে দান করার এই প্রয়াস সত্যিই অভিনব।
advertisement