Indian Army Martyred: জঙ্গি দমনে গিয়ে কাশ্মীরের অনন্তনাগে শহীদ বাংলার সেনা জ‌ওয়ান! শোকে পাথর বীরভূম

Last Updated:
স্থানীয় এক অ্যান্টি-টেরোরিস্ট অপারেশনে ছিলেন সুজয়। শুক্রবার দুপুর নাগাদ তাঁর পরিবারের কাছে খবর আসে যে, সুজয় আর ফিরে আসেননি। শুক্রবার সকালে কাশ্মীরের আনন্তনাগ অঞ্চল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়।
1/4
বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রাম আজ শোকে স্তব্ধ। কাশ্মীরের আনন্তনাগে সন্ত্রাসবাদী দমন অভিযানে শহিদ হলেন এলাকারই সন্তান, ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষ (বয়স ২৮)। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রাম আজ শোকে স্তব্ধ। কাশ্মীরের আনন্তনাগে সন্ত্রাসবাদী দমন অভিযানে শহিদ হলেন এলাকারই সন্তান, ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষ (বয়স ২৮)। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/4
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় এক অ্যান্টি-টেরোরিস্ট অপারেশনে ছিলেন সুজয়। শুক্রবার দুপুর নাগাদ তাঁর পরিবারের কাছে খবর আসে যে, সুজয় আর ফিরে আসেননি। শুক্রবার সকালে কাশ্মীরের আনন্তনাগ অঞ্চল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়।
সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় এক অ্যান্টি-টেরোরিস্ট অপারেশনে ছিলেন সুজয়। শুক্রবার দুপুর নাগাদ তাঁর পরিবারের কাছে খবর আসে যে, সুজয় আর ফিরে আসেননি। শুক্রবার সকালে কাশ্মীরের আনন্তনাগ অঞ্চল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়।
advertisement
3/4
গত দেড় বছর ধরে কাশ্মীরে প্যারা কম্যান্ডো ইউনিটে নিযুক্ত ছিলেন সুজয়। শৃঙ্খলাপূর্ণ, কর্তব্যনিষ্ঠ এই সেনা জওয়ানের শহিদ হওয়ার খবরে শোকের ছায়া নেমেছে রাজনগরের সর্বত্র। কুন্ডিরা গ্রামে এখন শুধুই কান্নার রোল প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সকলে ভেঙে পড়েছেন।
গত দেড় বছর ধরে কাশ্মীরে প্যারা কম্যান্ডো ইউনিটে নিযুক্ত ছিলেন সুজয়। শৃঙ্খলাপূর্ণ, কর্তব্যনিষ্ঠ এই সেনা জওয়ানের শহিদ হওয়ার খবরে শোকের ছায়া নেমেছে রাজনগরের সর্বত্র। কুন্ডিরা গ্রামে এখন শুধুই কান্নার রোল প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সকলে ভেঙে পড়েছেন।
advertisement
4/4
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সুজয়ের দেহ বিমানযোগে রাজনগরে আনা হবে। গ্রামের মাঠে সম্পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে শহিদ সুজয় ঘোষকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সুজয়ের দেহ বিমানযোগে রাজনগরে আনা হবে। গ্রামের মাঠে সম্পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে শহিদ সুজয় ঘোষকে।
advertisement
advertisement
advertisement