Dilip Ghosh: ‘মুখ্যমন্ত্রী রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করবো?’, খগেন কাণ্ডে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: খগেন মুর্মুকে আক্রমণ নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কলকাতা: খগেন মুর্মুকে আক্রমণ নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূলকে ‘সমাজবিরোধী পার্টি’ বলে আক্রমণ বিজেপি নেতার। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগলেন দিলীপ।
বৃহস্পতিবার শ্যামনগরের একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির এক বিজয়া সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করব? তৃণমূল পার্টিটা একটি সমাজবিরোধীদের পার্টি। এদের পাড়ায় সমাধান থেকে শুরু করে দলীয় মিটিংয়ে চলছে মারামারি। পশ্চিমবঙ্গটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। যেখানে ৩৫৬ হবে কি হবে না তা আমরা চাইলেও হবে না চাইলেও হবে।’’
advertisement
advertisement
বিজেপি বিধায়কের উপর আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘যেভাবে বিজেপির সাংসদ বিধায়কদের মারা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সারাবিশ্ব ছি ছি করছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়সারা বক্তব্য দিয়েছে কিন্তু ইন্ডি জোটের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে মুখ খুলছে না। এই পরিস্থিতিতে রাজ্যপাল ও রাষ্ট্রপতিও যথেষ্ট চিন্তিত। এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি আছি।’’
advertisement
অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর নিয়ে তিনি বলেন যদি সারাদেশে এই পরিস্থিতি হয় তাহলে তাদের কি হবে। অন্যদিকে এ রাজ্যে এস আই আর হবেই বলে জানান তিনি। বিহারে শান্তিপূর্ণভাবে SIR হয়েছে এখানেও হবে বলে জানালেন বিজেপি নেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 10:57 PM IST