Free Gold: এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা, জিততে পারেন আপনিও!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Free Gold: মাত্র ২০ টাকা মূল্যের একটি বিশাল ফুচকা খেতে পারলেই গ্রাহকরা পাচ্ছেন বিনামূল্যে সোনার গয়না। এই অভিনব অফারে ভিড় উপচে পড়ছে।
ফুচকা খেলেই মিলবে সোনার গয়না, তাও একেবারে বিনামূল্যে। শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। আর ফুচকা খেয়ে সোনার গয়না নেওয়ার জন্য কাটোয়ার এই দোকানে উপচে পড়ছে ভিড়। ফুচকা খাওয়ার জন্য রীতিমত লাইন দিচ্ছেন অনেকেই। এছাড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাকেও। শুধু পূর্ব বর্ধমান নয়, ভিন জেলা থেকেও অনেকেই আসছেন শুধুমাত্র এই ফুচকা খাওয়ার জন্য। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
ফুচকা বিক্রেতা শ্যামল দেবনাথ জানিয়েছেন, "লক্ষ লক্ষ টাকা দিয়ে গয়না কিনলে এক কাপ চা দেয়না। কিন্তু আমি একটা ফুচকা খেতে পারলেই সোনার গয়না দেবো, এটাই আমার অফার। একটা বড় ফুচকা আছে দাম ২০ টাকা, ওটা পুরোটা মুখের মধ্যে ভরে খেতে হবে। একটুও বাইরে পড়লে হবেনা। খেতে পারলেই সোনার গয়না। না পারলে ২০ টাকা দিতে হবে।"
advertisement
সন্ধ্যে হলেই ছোট থেকে বড় অনেকেই এই চ্যালেঞ্জের ফুচকা খাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। তবে বেশিরভাগ জনই চ্যালেঞ্জের ফুচকা খেতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। অনেকেই বলছেন এই ফুচকা খাওয়ার সম্ভব নয়। কিন্তু এমনও অনেকে রয়েছেন যাঁরা এই চ্যালেঞ্জ কমপ্লিট করেছেন এবং সোনার গয়নাও পেয়েছেন। যে সোনার গয়না দেওয়া হচ্ছে সেগুলো সবই কাটোয়ার নামি দামি দোকানের। ফুচকা খেয়ে সোনা জেতার জন্য ছুটে আসছেন বহু মানুষ।
advertisement
advertisement
তবে ফুচকা খেলে সোনার গয়না যেরকম পাওয়া যাবে সেরকম আরও বেশ কিছু অফার রয়েছে। ২০ পিস ফুচকা খেতে পারলেই মিলবে একটা টুনি লাইট, ৩০ পিস ফুচকা খেলে দেওয়া হচ্ছে ট্রফি এছাড়াও রয়েছে একাধিক অফার। তবে বিভিন্ন অফারের মধ্যে এখন নজর কাড়ছে ফুচকা খেয়ে বিনামূল্যে সোনা জেতার এই বিশেষ অফার। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)