দুর্ভোগের দিন শেষ! এবার ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার রানিহাটিতে যা পদক্ষেপ নিল, খুশি সাধারণ মানুষ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আর নয় যানজট! ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ পুলিশের। এতদিন জাতীয় সড়কের রানিহাটি মোড় মানেই যানজটের দুর্ভোগ।
advertisement
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সমস্যা রানিহাটি মোড়ের যানজট, যানজট মুক্ত করে দুর্ঘটনার আশঙ্কা কমাতে অবৈধ দোকান উচ্ছেদ। গত বুধবার থেকে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠার দোকান উচ্ছেদের কাজ শুরু হয়। বৃহস্পতিবার গাড়ি রয়েছে। হাওড়া সিটি পুলিশের ধুলোগোড় ট্রাফিক আইসি স্বরূপ সেন হাজির থেকে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়ন থেকে অবৈধ দোকান উচ্ছেদ চলে।
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ পালুই জানান, রানিহাটি মোড়ে যানজট দীর্ঘদিনের সমস্যা। এতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করা দরকার। অবৈধ দোকানপাট উচ্ছেদে অনেকখানি সমস্যা সমাধান হবে। আরও যানজট সমস্যা দূর করতে, হাঁকোলা হয়ে রানিহাটি পুরাতন বাজারের রাস্তা সরাসরি জাতীয় সড়কে যুক্ত করছে, এই রাস্তা বাইপাস হিসাবে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, নাবঘরা আদর্শ ব্যবসায়ী সমিতি সভাপতি তাপস ঘোষ জানান, এই উচ্ছেদ বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়বে। কিন্তু রাস্তার উপর অবৈধ দোকান পাটের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এই কাজকে সম্মতি জানাই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)







