দুর্ভোগের দিন শেষ! এবার ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার রানিহাটিতে যা পদক্ষেপ নিল, খুশি সাধারণ মানুষ

Last Updated:
আর নয় যানজট! ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ পুলিশের। এতদিন জাতীয় সড়কের রানিহাটি মোড় মানেই যানজটের দুর্ভোগ।
1/5
আর নয় যানজট! ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ পুলিশের। এতদিন জাতীয় সড়কের রানিহাটি মোড় মানেই যানজটের দুর্ভোগ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই দুর্ভোগ শুরু এখানে। এবার সেই সমস্যার সমাধান। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
আর নয় যানজট! ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি মোড়ে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ পুলিশের। এতদিন জাতীয় সড়কের রানিহাটি মোড় মানেই যানজটের দুর্ভোগ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই দুর্ভোগ শুরু এখানে। এবার সেই সমস্যার সমাধান। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
তীব্র যানজটের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকা রানিহাটি। সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘন্টা যানজট এমন ছবি প্রায় প্রতিদিনের। মাঝ রাস্তায় থমকে পরে অ্যাম্বুল্যান্সের চাকা। সেই সঙ্গে রাস্তার উপর অবৈধ দোকান পাশারী সমস্যা বাড়াচ্ছে মানুষের। ব্যস্ত সড়কে মাঝেমধ্যেই দুর্ঘটনা ফলে মানুষ আতঙ্কে থাকে মানুষকে।
তীব্র যানজটের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকা রানিহাটি। সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘন্টা যানজট এমন ছবি প্রায় প্রতিদিনের। মাঝ রাস্তায় থমকে পরে অ্যাম্বুল্যান্সের চাকা। সেই সঙ্গে রাস্তার উপর অবৈধ দোকান পাশারী সমস্যা বাড়াচ্ছে মানুষের। ব্যস্ত সড়কে মাঝেমধ্যেই দুর্ঘটনা ফলে মানুষ আতঙ্কে থাকে মানুষকে।
advertisement
3/5
১৬ নম্বর জাতীয় সড়ক এবং হাওড়া আমতা রোডের যান চলাচল স্বাভাবিক রাখতে করা পদক্ষেপ হাওড়া সিটি পুলিশের। জাতীয় সড়কের উপর ও পার্শ্ববর্তী নামঘরা বাজারে অবৈধ দোকান উচ্ছেদ। একইসঙ্গে হাওড়া-আমতা রোডের উপর গড়ে ওঠা অবৈধর দোকান উচ্ছেদ। এবার যানজট মুক্ত হবে ব্যস্ত সড়কে, খুশি সাধারণ মানুষ।
১৬ নম্বর জাতীয় সড়ক এবং হাওড়া আমতা রোডের যান চলাচল স্বাভাবিক রাখতে করা পদক্ষেপ হাওড়া সিটি পুলিশের। জাতীয় সড়কের উপর ও পার্শ্ববর্তী নামঘরা বাজারে অবৈধ দোকান উচ্ছেদ। একইসঙ্গে হাওড়া-আমতা রোডের উপর গড়ে ওঠা অবৈধর দোকান উচ্ছেদ। এবার যানজট মুক্ত হবে ব্যস্ত সড়কে, খুশি সাধারণ মানুষ।
advertisement
4/5
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সমস্যা রানিহাটি মোড়ের যানজট, যানজট মুক্ত করে দুর্ঘটনার আশঙ্কা কমাতে অবৈধ দোকান উচ্ছেদ। গত বুধবার থেকে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠার দোকান উচ্ছেদের কাজ শুরু হয়। বৃহস্পতিবার গাড়ি রয়েছে। হাওড়া সিটি পুলিশের ধুলোগোড় ট্রাফিক আইসি স্বরূপ সেন হাজির থেকে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়ন থেকে অবৈধ দোকান উচ্ছেদ চলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সমস্যা রানিহাটি মোড়ের যানজট, যানজট মুক্ত করে দুর্ঘটনার আশঙ্কা কমাতে অবৈধ দোকান উচ্ছেদ। গত বুধবার থেকে রাস্তার উপর অবৈধভাবে গড়ে ওঠার দোকান উচ্ছেদের কাজ শুরু হয়। বৃহস্পতিবার গাড়ি রয়েছে। হাওড়া সিটি পুলিশের ধুলোগোড় ট্রাফিক আইসি স্বরূপ সেন হাজির থেকে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়ন থেকে অবৈধ দোকান উচ্ছেদ চলে।
advertisement
5/5
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ পালুই জানান, রানিহাটি মোড়ে যানজট দীর্ঘদিনের সমস্যা। এতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করা দরকার। অবৈধ দোকানপাট উচ্ছেদে অনেকখানি সমস্যা সমাধান হবে। আরও যানজট সমস্যা দূর করতে, হাঁকোলা হয়ে রানিহাটি পুরাতন বাজারের রাস্তা সরাসরি জাতীয় সড়কে যুক্ত করছে, এই রাস্তা বাইপাস হিসাবে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, নাবঘরা আদর্শ ব্যবসায়ী সমিতি সভাপতি তাপস ঘোষ জানান, এই উচ্ছেদ বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়বে। কিন্তু রাস্তার উপর অবৈধ দোকান পাটের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এই কাজকে সম্মতি জানাই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ পালুই জানান, রানিহাটি মোড়ে যানজট দীর্ঘদিনের সমস্যা। এতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করা দরকার। অবৈধ দোকানপাট উচ্ছেদে অনেকখানি সমস্যা সমাধান হবে। আরও যানজট সমস্যা দূর করতে, হাঁকোলা হয়ে রানিহাটি পুরাতন বাজারের রাস্তা সরাসরি জাতীয় সড়কে যুক্ত করছে, এই রাস্তা বাইপাস হিসাবে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, নাবঘরা আদর্শ ব্যবসায়ী সমিতি সভাপতি তাপস ঘোষ জানান, এই উচ্ছেদ বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়বে। কিন্তু রাস্তার উপর অবৈধ দোকান পাটের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের এই কাজকে সম্মতি জানাই। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement