দেবশ্রীর পর অগ্নিমিত্রা, তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় 'চুপ' নয়, জবাব দেওয়ার হুঁশিয়ারি 

Last Updated:

দেবশ্রী চৌধুরী এও বলেছিলেন দাওয়াই-এর কথাও। কী দাওয়াই? ‘‘প্রত্যেকটা আলাদা আলাদা পঞ্চায়েতে আমরা আলাদা আলাদা ওষুধ প্রস্তুত করে রাখছি। হোমিওপ্যাথি ওষুধের পুরিয়া যেমন থাকে, সেই পুরিয়া আলাদা আলাদা এলাকার জন্য থাকবে। ’’

BJP leader Agnimitra Paul takes a dig at current tmc government
BJP leader Agnimitra Paul takes a dig at current tmc government
#কলকাতা: 'গত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতো ভয় দেখিয়ে এবারও পঞ্চায়েত ভোট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে ততই তৃণমূল আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব।’’ বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ঝড়খালিতে বিজেপি নেতাকে  মারধরের ঘটনায় অভিযোগের আঙুল ওঠে শাসক দলের বিরুদ্ধে।  শাসক দল তৃণমূল কংগ্রেসকে  হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা।
বৃহস্পতিবার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন দলীয় নেতাকে দেখতে আসেন অগ্নিমিত্রা। বুধবার রাতে তাঁর ওপর যেভাবে শাসকদলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে তাতে আমরা মনে করছি পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের আবহ ফের রাজ্যে তৈরি করতে চাইছে তৃণমূল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, তৃণমূল যদি ভাবে সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করবে তবে বিজেপি সব ধরনের প্রতিরোধ করতে প্রস্তুত আছে।
advertisement
advertisement
অগ্নিমিত্রার বিস্ফোরক অভিযোগ, পঞ্চায়েতের আগে রাজ্যজুড়ে অস্ত্র মজুত করছে শাসক দল। এ রাজ্যে  আইনের শাসন বলে কিছু নেই। পুলিশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন বিজেপিকে আটকাতে দলীয় সন্ত্রাসকে কাজে লাগাবেন তাহলে আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।  আমরা চাই না কোনও অশান্তির বাতাবরণ তৈরি হোক। কিন্তু শাসক দল যদি ভাবে আগামী পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে বিজেপিকে  রুখবে তাহলে বিজেপিও যে বদলা নিতে প্রস্তুত আছে তাও স্পষ্ট করেন অগ্নিমিত্রা।
advertisement
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দেবশ্রী চৌধুরী বলেছিলেন ‘‘পঞ্চায়েত নির্বাচনে এক ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়ব না। যে খেলা ২০১৯-এর লোকসভা ভোটে মানুষ দেখিয়েছে এবার সেই খেলাই পঞ্চায়েত স্তরের  মানুষজন এবার দেখাবে।’’ তৃণমূলের সন্ত্রাস প্রসঙ্গে হুমকি এবং একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে দেবশ্রী চৌধুরী এও বলেছিলেন দাওয়াই-এর কথাও। কী দাওয়াই? ‘‘প্রত্যেকটা আলাদা আলাদা পঞ্চায়েতে আমরা আলাদা আলাদা ওষুধ প্রস্তুত করে রাখছি। হোমিওপ্যাথি ওষুধের পুরিয়া যেমন থাকে, সেই পুরিয়া আলাদা আলাদা এলাকার জন্য থাকবে। প্রত্যেক এলাকায় তৃণমূলের সন্ত্রাসের ধরন যেমন আলাদা, তেমনি ওষুধও আলাদা আলাদা ধরনের হবে। আমরা হাতে চুরি পরে বসে নেই। শান্তির বাণী দিয়ে আমরা পঞ্চায়েত ভোট লড়তে যাব না। এটুকু বলে দিচ্ছি'। দেবশ্রী চৌধুরীর পর এবার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের মোকাবিলা প্রসঙ্গে  অগ্নিমিত্রা পালের গলাতেও কার্যত একই রকম হুঁশিয়ারির সুর শোনা গেল।
advertisement
VENKATESWAR   LAHIRI
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দেবশ্রীর পর অগ্নিমিত্রা, তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় 'চুপ' নয়, জবাব দেওয়ার হুঁশিয়ারি 
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা ! কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ, আগামী দিনে কতটা নামবে তাপমাত্রা?
হাড়কাঁপানো ঠান্ডা ! কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ, আগামী দিনে কতটা নামবে তাপমাত্রা?
  • হাড়কাঁপানো ঠান্ডা !

  • কলকাতায় ১০ ডিগ্রিতে নামল পারদ

  • নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ

VIEW MORE
advertisement
advertisement