সিডনির গ্যালারিতে রোম্যান্টিক মুহূর্ত, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের, ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

Last Updated:

ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সিডনির গ্যালারিতে প্রেম নিবেদন। বান্ধবীকে আংটি পড়িয়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন যুবকের।

#সিডনি: খেলা দেখতে গিয়ে ভরা গ্যালারিতে প্রেমিকা প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়াটা রীতিমত ট্রেন্ড হয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল এমনকী ফুটবল মাঠেও সাম্প্রতিক কিছু সময়ে দেখা গিয়েছে এই দৃশ্য। প্রিয় মানুষকে মনের কথা জানানোর মুহূর্তটি স্মরণীয় করে রাখতেই এমন কাণ্ড ঘটাচ্ছেন প্রেমিকরা। এই ঘটনার পুনরাবৃত্তি হল ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচে।
সিডনিতে বৃহস্পতিবার ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল। ডাচদের ব্যাটিংয়ের সপ্তম ওভার চলাকালীন গ্যালারিতে ভারতের এক সমর্থক প্রেমপ্রস্তাব দিলেন তাঁর বান্ধবীকে। যেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে ভরা গ্যালারিতে হঠাৎই এত যুবক হাঁটু বসে পকেট থেকে আংটি বার করে তার মনের মানুষকে প্রেম নিবেদন করেন।
advertisement
advertisement
আচমকা এই ঘটনায় তার বান্ধবী হকচকিয়ে যায়। ওই যুবককে গ্যালারির অন্যান্য দর্শকরা উৎসাহ জোগায়। পাশ থেকে চিৎকার করতে থাকে। তখন বান্ধবীকে আংটি পড়িয়ে দিয়ে প্রেমের কথা জানান। সঙ্গে দেন বিয়ের প্রস্তাব। একটু সামলে নিয়ে হাসি মুখে প্রেম প্রস্তাব মেনেও নেন ও যুবতী। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। আনন্দ আত্মহারা দেখায় দুজনক। ওই যুগলকে অন্যান্য দর্শকরা।
advertisement
প্রসঙ্গত, ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ভারতীয় দল। সর্বোচ্চ ৬২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ৫৩ রান করেন রোহিত শর্মা ও ৫১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১২৩ রান করে নেদারল্যান্ডস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সিডনির গ্যালারিতে রোম্যান্টিক মুহূর্ত, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব যুবকের, ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement